আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে “opera mini 4.21”-এ কি বোড সিস্টেম চালু করা শেখাব । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন ।
তো ওপেরা মিনিতে কি-বোড সিস্টেম চালু করার জন্য ওপেরা মিনিতে প্রবেশ করুন ।
তারপর ফোনের মেনু বাটনে ক্লিক করুন । তারপর যথাক্রমে tools, setting,text অপশনে ক্লিক করুন ।
তারপর একটু নিচের দিকে এসে “direct input text” অপশনে টিক চিহ্ন দিন ।
তারপর আরেকটু নিচের দিকে আসুন এবং ” show keyboard” অপশনে টিক চিহ্ন দিন ।
তারপর সেভ অপশনে ক্লিক করুন । আর এখন থেকে ওপেরা মিনির যে কোন জায়গাতে লিখতে গেলেই নিচের ছবির মতো কি-বোড দেখতে পাবেন ।
ধন্যবাদ পোস্টটি দেখার জন্য । ভূল হলে ক্ষমা করবেন ।
4 thoughts on "ওপেরা মিনিতে কিবোড অপশন চালু করার নিয়ম"