Site icon Trickbd.com

জাভা ফোনেই যে কোন ছবিতে নতুন ফ্রেম লাগান খুব সহজেই

Unnamed

আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদেরকে বিশেষ করে জাভা ইউজারদেরকে ছবিতে নতুন ফ্রেম লাগানো শেখাতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন ।

প্রথমে নিচের লেখা “Go to the photo frame add site” অপশনে ক্লিক করুন ।
Go to the photo frame add site

তারপর স্ক্রোল করে একটু নিচের দিকে আসুন এবং নিচের ছবির মতো ফাইল আপলোডের সিস্টেম থাকবে । এটাতে আপনার ছবিটি দিন যেই ছবিতে ফ্রেম লাগাতে চান ।

তারপর ফ্রেমগুলো দেখে নিন ।

তারপর নিচের দিকে এসে ফ্রেম নম্বর সেলেক্ট করুন । যে ফ্রেমটি পছন্দ হয় সেই ফ্রেমের নম্বরটি সেলেক্ট করে দিন ।

তারপর ওকে করে দিন ।

তারপর “Open oppressed file” অপশনে ক্লিক করুন ।

আর ডাউনলোড করে নিন ফ্রেম সমৃদ্ধ আপনার ছবিটি ।

তো এই ছিল আমার আজকের পোস্ট । ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।