হ্যালো বন্ধুরা । আজকাল আমরা জাভা ব্রাউজার দিয়েও অনেক ধরণের পার্সোনাল কাজ করে থাকি । আমরা কখনই চাইনি যে, আমাদের পার্সোনাল ব্রাউজিং হিস্টরি কেউ দেখুক । এছাড়াও আমরা অনেক কারণেই চাই, যেন কেউ আমাদের পার্সোনাল ব্রাউজারে কেউ ঢুকতে না পারে, হোক সেটা জাভার । তাই আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে আপনার জাভা ফোনের বঙ্গবন্ধু ব্রাউজারে পাসওয়ার্ড সেট করবেন ।
সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন । আমি বরাবরের মত আপনাদের সাহায্যের জন্য আবারো একটি পোষ্ট নিয়ে উপস্থিত হলাম ।
বিদ্রঃ পোষ্টটি জাভা মোবাইল ইউজারদের জন্য ।
আজ আমি আপনাদের দেখাতে চলেছি যে, বঙ্গবন্ধু ব্রাউজারে কীভাবে পাসওয়ার্ড সেট করবেন ।তো চলুন শুরু করা যাক ।অতি প্রথমঃ
প্রথমেই আপনার বঙ্গবন্ধু ব্রাউজারে প্রবেশ করুন । নিচের স্ক্রিনশটের মত হোমপেইজ দেখতে পাবেন ।
এরপর আপনার ব্রাউজারের বাম পাশে MENU অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশটের মত দেখতে পাবেন ।
তারপর toools অপশনে ক্লিক করুন । tools অপশনে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Settings অপশনে ক্লিক করুন । SETTINGS অপশনে ক্লিক করলে আপনি নিচের স্ক্রিনশট এর মত দেখতে পাবেন ।
তারপর Restrictions অপশনে ক্লিক করুন । তারপর নিচের স্ক্রিনশট ফলো করুন
তো বন্ধুরা আজ এপর্যন্তই, সবাই ভালো থাকবেন ।
নমষ্কার ।