আসসালামু আলাইকুম! সবাই কেমন আছেন? আমি ট্রিকবিডিতে নতুন ইউজার। তাই সবাই দোয়া করবেন যাতে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসতে পারি এবং সুস্থ থাকতে পারি।
অনেকের জাভা ফোন থাকায় কোডিং শিখেন কিন্তু কোডগুলো রান করাতে পারেননা। তাদের জন্য আজকের ট্রিক। তো চলুন শুরু করি আজকের ট্রিক। আমি প্রথমেই বলে রাখি html এবং css
রান হবেনা। এটায় শুধু প্রোগ্রামিং ভাষা রান হবে। তাহলে আপনারা প্রথমে এখানে যান তার পর উপরে Languege এ সিলেক্ট করুন যে কোড শিখবেন। এবং নিচে কোড লিখুন। লিখা শেষে এ ক্লিক করুন। যদি ঠিক হয় কোড লিখা তাহলে আউটপুট দেখাবে। আশা করি বুঝতে পেরেছেন। কোথাও ভুল হলে ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন। কারোর সমস্যা হলে কমেন্ট বলেন। বা Facebook
বিঃদ্রঃ এখান থেকে অন্য ডিভাইজ থেকেও কোড রান করতে পারবেন। (ধন্যবাদ)
10 thoughts on "জাভা ফোনে কোড রান করা ভালো একটা সাইট জেনে নিন।"