ট্রিকবিডিতে সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন।আমিও অনেক ভালো আছি।আজ আপনাদের জন্য নিয়ে আসলাম রাশিয়ান মাফিয়াদের নিয়ে Russian Mafia নামে দারুন একটা জাভা গেমিং পোষ্ট ।
পোষ্ট শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই।প্রশ্নটি হল:- ট্রিকবিডিতে পোস্ট করার পর ব্যালেন্স এড হতে দেরি হয় কেন এবং কতক্ষন দেরি হয়।
আমি আগেই বলেছি এই গেমটি রাশিয়ান মাফিয়াদের নিয়ে তৈরি।গেমটির নাম এবং ফিচার সবকিছুকেই রাশিয়ান মাফিয়াদের সাথে ম্যাচিং করে বানানো হয়েছে।এই গেমটি অনেক ভালো,,কিন্তু ট্রিকবিডিতে দেখলাম এরকম একটি ভালো গেম নিয়ে কেউ পোস্ট করেনি.,তাই পোস্টটি করলাম।আপনারা হয়তো জানেন মানুষ মাত্রই ভুল হয়।আর আমিও একজন মানুষ আমার পোষ্টে যদি কোন ভুল ক্রুটি হয়।তাহলে কমেন্টে গালা গালি না করে ভুলটা ধরিয়ে দিবেন।
আপনারা হয়তো আমার পোষ্টের টাইটেল দেখেই বুজে গেছেন আজ কি নিয়ে পোষ্ট করবো।এই গেমটি এতই ভালো যে আমি যদি এই গেমটির প্রশংসা করি তাহলেও কম হয়ে যাবে।
*তো অনেক কথা বললাম এবার গেমটির রিভিউ দেখে নেওয়া জাক *
গেম রিভিউ:-
Game Name: Russian Mafia
Game Size: 711 Kb
Game Version: 1.0.1
Game Type: .jar
Game Vendor: rajarajan
গেমটির Description তো দেখে নিলেন।এখন চলুন দেখে নেয়া যাক গেমটি কীভাবে খেলবেন।
গেমটি চালু করলে নিচের স্ক্রিনশটের মতো কয়েকটি পেজ দেখতে পাবেন।এগুলোতে কিছু প্রেস না করে জাস্ট ওয়েট করুন।
এরপর নিচের স্ক্রিনশটের মতো Language এর জন্য পারমিশন চাইবে।আপনারা প্রথমটিতেই অর্থাৎ English সেলেক্ট করে ওকে প্রেস করবেন… আর যদি অন্য কোনো Language এ খেলতে চান তাহলে English এর নিচে থেকে যেকোনো একটা সেলেক্ট করে ওকে প্রেস করবেন।
Language সেলেক্ট করার পর নিচের স্ক্রিনশটের মতো আপনার কাছে সাউন্ডের জন্য পারমিশন চাইবে।
অতপরঃ আপনি নিচের মতো অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে New Game সেলেক্ট করে ওকে প্রেস করবেন।
এরপর নিচের স্ক্রিনশটের মতো দুটি পেজ পাবেন।এখানে আপনাকে স্কিপ করতে হবে।স্কিপ করলে লোডিং হবে।
এখন নিচের স্ক্রিনশটে দেখুন, এখানে খেলা শুরু হওয়ার আগে আপনাকে কিছু দিকনির্দেশনা দিবে.. এগুলো আপনাকে স্কিপ করতে হবে ।
এরপর নিচের স্ক্রিনশটের মতো খেলা শুরু হয়ে যাবে।সামনে যাওয়ার জন্য 6, পেছনে আসার জন্য 4, লাফানোর জন্য 2, বসে যাওয়ার জন্য 8 এবং শত্রুকে গুলি করে মারার জন্য 5 প্রেস করতে হবে।
জাভা গেম প্রেমিদের কাছে আমার একটাই অনুরোধ, যারা জাভা গেম খেলতে ভালোবাসেন, তারা একবার হলেও এই গেমটি খেলুন।তাহলেই এই গেমটির মজা বুঝতে পারবেন।
আশা করি গেমটির রিভিউ ভালোই লেগেছে।ওপরের নিয়ম ফলো করে গেমটি খেলতে থাকুন।গেমটিতে অনেক লেভেল আছে।গেমটি একটি একশন গেম এবং অনেক মজার গেম।তাই ভাবলাম আপনাদের সাথেও গেমটা শেয়ার করি। তাহলে গেমটা ডাউনলোড করে খেলতে থাকুন।নিচে ডাউনলোড লিঙ্ক দেয়া হল:-
আজকে এই পর্যন্তই।দেখা হচ্ছে পরবর্তী পোস্টে।ততক্ষন পর্যন্ত ভালো থাকুন… সুস্থ থাকুন… ট্রিকবিডির সাথেই থাকুন।ধন্যবাদ।