Site icon Trickbd.com

নিজের তৈরি করা Android app দিয়েই প্রায় যেকোনো Board Exam এর Results বের করুন। {AIDE Bangla Turorial}

Unnamed

★★★বিসমিল্লাহ্‌ হির রাহমানির রাহিম★★★

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা আল্লাহ্‌র অশেষ রহমতে সকলেই ভালো আছেন।

অনেকদিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে।

আজকের পোষ্টে দেখবো যে কিভাবে নিজেই একটি এন্ড্রোয়েড অ্যাপ তৈরি করে বাংলাদেশের প্রায় সকল বোর্ডের রেজাল্ট বের করব।

##মজার ব্যাপার হচ্ছে যারা SSC পরিক্ষা দিয়েছে এবং যারা HSC পরিক্ষা দিতেছে তারা নিজেই অ্যাপ তৈরি করে সেখান থেকেই তাদের রেজাল্ট টা বের করতে পারবে।

বি:দ্র:- পোষ্টটি মনুযোগ দিয়ে সম্পূর্ণভাবে পড়ার অনুরুধ রইলো।কেননা শুধুমাত্র sshot দেখলে বুঝতে সমস্যা হতে পারে।

প্রথমে আপনি playstore থেকে AIDE app টি download করে, install করে নিন।

এবার AIDE app টি ওপেন করে দেখুন sshot ১ এর মতো একটি পেজ আসবে।সেখান থেকে For Experts এ ক্লিক করুন।
এবার দেখুন sshot ২ এর মতো একটি পেজ আসবে।সেখানে New Android App লিখায় ক্লিক করুন।

এবার দেখুন নিচের sshot এর মতো একটি পেজ আসবে।সেখানে আপনি আপনার অ্যাপ টির নাম এবং প্যাকেজ নেম লিখুন।
তারপর create লিখায় ক্লিক করুন।

দেখুন নিচের sshot এর মতো একটি পেজ আসবে।এখন আপনি উপরে design icon এ ক্লিক করুন।

দেখুন Hello world লেখা আছে। এখন এই Hello world লেখায় ক্লিক করুন এবং দেখুন delete লেখা আছে। এখানে ক্লিক করে Hello world কে ডিলিট করে দিন।তারপর ব্যাক বাটন প্রেস করে ব্যাক এ চলে আসুন।
Follow sshot

এখন এই Linear Layout এর মাঝে WebView টি সো করাবো। আর এর জন্য নিচের sshot টি দেখে দেখে মার্ক করা কোড টুকু লিখে নিন।


##আপনি উপরের কোডে আইডি নেম টি web না দিয়ে যেকোনো নেম দিতে পারবেন।

এবার আপনি নিচের sshot টি অনুসরণ করে MainActivity.java file এ চলে যান।

এখন নিচের sshot টি ভালোকরে দেখে মার্ক করা কোড গুলো লিখুন।

##আমরা যে WebView টি একটু আগে main.xml এ এড করলাম সেটি এখানে বলে দিতে হবে। আর তার জন্য প্রথমেই private লিখে তারপর WebView তারপর web; অর্থাৎ WebView এর আইডি নেম। (আপনি যে আইডি নেম দিয়েছেন সেটি লিখুন) আমি web দিছিলাম তাই web লিখছি।এবার বাকি কোডটি লিখে নিন।

এখন আমাদের অ্যাপ এ Internet permission টি দিয়ে দিতে হবে।আর এর জন্য sshot follow করুন।

3 dot এ ক্লিক করে src folder থেকে AndroidManifest.xml ফাইলটি ওপেন করুন।

এবার মার্ক করা কোড লিখুন।

ব্যাস কাজ শেষ।এখন সবকিছু সেভ দিয়ে দিন।
follow sshot

সেভ দেওয়া হয়ে গেলে এবার অ্যাপ টি install করুন। আপনার ফোনে data on করে অ্যাপ টি ওপেন করুন।

এবং একটু অপেক্ষা করুন।

এবার দেখুন আমাদের অ্যাপ টি থেকেই পরিক্ষার রেজাল্ট গুলি বের করা যাবে।

দেখুন অ্যাপ টি create হয়ে গেল।

কিন্তু অনেকেই হয়তো ভাবতেছেন যে অ্যাপ টি ওপেন করার পর অ্যাপ টিতে যে Loading…. হচ্ছিল সেটি ত বুঝা যাচ্ছিল না। আর যদি অ্যাপ টিতে progress bar থাকতো তাহলে সুন্দর হইত তাইনা। তাহলে আগামী পর্বে আমরা progress bar add করবো। আপনাদের মতামত জানতে চাই।

আমরা এই অ্যাপ টিতে Admob এড সো করিয়ে টাকা ইনকামও করতে পারবো। এ বিষয়ে আমরা আস্তে আস্তে প্রয়োজন অনুসারে পোষ্ট করে যাবো

যদি পোষ্টটি কারোও বুঝতে সমস্যা হয়ে থাকে বা আরোও ভালোভাবে বুঝতে চান তাহলে নিচ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।

যদি পোষ্টি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি Like দিন এবং Comment করুন।

মন চাইলে আমাদের নতুন ”Tube Bangla Prime” channel টি Subscribe করতে পারেন।

Exit mobile version