Site icon Trickbd.com

ProgressBar add করুন আপনার নিজের তৈরি করা All results BD Android App টিতে। {AIDE Bangla Tutorial}

Unnamed

★★★বিসমিল্লাহ্‌ হির রাহমানির রাহিম★★★

আসসালামু আলাইকুম। আশাকরি আপনারা আল্লাহ্‌র অশেষ রহমতে সকলেই ভালো আছেন।

ব্যস্ততার কারনে পোষ্ট টি লিখতে দেড়ি হয়ে গেল।তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আজকের পোষ্টে দেখবো যে কিভাবে আমরা আমাদের নিজের তৈরি করা এন্ড্রোয়েড অ্যাপ টিতে ProgressBar add করব।

বি:দ্র:- শুধু sshot থেকে কোড গুলো দেখে দেখে বসিয়ে দিলেই কিন্তু আপনার কিছুই শিখা হবে না। বরং আপনি পোষ্টটি মনুযোগ দিয়ে সম্পূর্ণভাবে পড়ুন।বুঝতে অসুবিধা হলে ভিডিও দেখুন।তারপরও সমস্যা হলে কমেন্ট করুন।Network এ problem থাকায় বেশি screenshot upload দিতে না পারায় দুঃখিত।

প্রথমে আপনি AIDE app টি ওপেন করে আমাদের গত পর্বে যে Project create করেছিলাম সেইটা ওপেন করুন।

##ProgressBar add করতে চাইলে আমাদেরকে LinearLayout use না করে FrameLayout use করতে হবে। সুতরাং LinearLayout এর জায়গায় FrameLayout লিখে দিন।

##এখন WebView এর নিচে < ProgressBar লিখুন তারপর এর id name টা দিন আপনার ইচ্ছামত।

##এবার layout_gravity center করে দিন।

##সবশেষে layout_height এবং layout_width wrap_content করে দিন।

##Follow screenshot

এখন উপরের sshot এর সাথে মিলিয়ে নিন।

##এবার design button এ ক্লিক করুন।
এবং দেখুন আমাদের ProgressBar টি show করতেছে।

##See Sshot

##এবার আপনি MainActivity.java file এ চলে যান।

এবং গত পর্বে আমরা যেখানে WebView কে findViewbyid দিয়ে view করেছিলাম সেইটা খুজে বের করে সেখানে FrameLayout এবং ProgressBar টিকে findViewbyid দিয়ে view করিয়ে দিন।

বুঝতে সমস্যা হলে SShot টি follow করুন।

এখন WebViewClient লেখার পাশে () এর পর {} দিয়ে দিয়ে Enter press করুন। এবং এখানে @override লিখে inter এ ক্লিক করুন। বাকিটা sshot দেখলেই বুঝবেন।

এবার উপরের sshot অনুযায়ী কোড লিখুন।

#আমি আবারো বলতেছি পোষ্টি ভালো করে পড়ে তারপর sshot তা দেখে আগে বোঝে নিন।অত:পর কোড লিখুন।

এবার সব কিছু save দিয়ে দিন।
এখন অ্যাপ টি play button এ ক্লিক করে run করুন।
তারপর install করে ওপেন করুন।
ব্যাস ProgressBar already added….☺☺

See sshot


আগামী পর্বে আমরা app টির name যেখানে show করতেছে (action bar) সেটির color পরিবর্তন করবো।আর এ ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই।

যদি পোষ্টটি কারোও বুঝতে সমস্যা হয়ে থাকে বা আরোও ভালোভাবে বুঝতে চান তাহলে নিচ থেকে ভিডিওটি দেখে নিতে পারেন।

যদি পোষ্টি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি Like দিন এবং Comment করুন।

Android App Development এর সকল ভিডিও এর update পেতে চাইলে আমাদের ”Tube Bangla Prime” channel টি Subscribe করে নিতে পারেন।