Site icon Trickbd.com

{P2}মোবাইল দিয়েই Android App Development শিখুন A-Z (Details + Installation) ফুল বাংলা টিউটোরিয়াল

Unnamed

<br> Mahfuj<br>

সালামু আলাইকুম,প্রিয় মুসলমান ভাই ??

TrickBD এর পক্ষ থেকে আবারো জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুস্বাগতম
????????????????

? প্রতিবার এর মতো আজকেও একটা সুন্দর ও মানসম্মত পোস্ট নিয়ে হাজির হলাম।
?তো চলুন শুরু করা যাক আজকের পোস্ট!! ☑???⤵




আবারো চলে এলাম ২য় পাঠ নিয়ে।
চলুন শুরু করে দেয়।সকলে মনযোগী হয়ে পড়বেন।তাও না বুঝলে ভিডিও দেখবেন।

যারা আগের পাঠ দেখেন নাই তার দেখে নিবেনঃ

{P1}মোবাইল দিয়েই Android App Development শিখুন A-Z (Details + Installation) FULL BANGLA Tricks BY MJ

2.1


↑↑ উপর এর (১) নংএর Mark করা গুলো হলোঃLayout’s And Widgets এই গুলোর কাজ হয়তবা অনেকে জানেন।তবুও আমি যখন কোন অ্যাপ বানিয়ে দেখাবো তখন এই গুলোর ব্যাবহার দেখাবো ইনশাআল্লাহ।
(২) নং এ ক্লিক করলে Tutroials শিখাবে।সেইখান থেকে আপনারা আপ বানানোর সকল Basis ধারণা গুলো পাবেন।
(৩) নং এ ক্লিক করে আপনার তৈরি অ্যাপ টির ফাইল সেইভ রাখতে পারবেন।
(৪) নং এ ক্লিক করলে Drop Down Menu পাবেন।
(৫) নং টি হলো Main Display .এখানে আপনি আপনার বানানো অ্যাপ এর সকল Layout দেখতে পারবেন।এখানে
আপনি যা দেখতে পারবেন তা অ্যাপ ইন্সটল করার পরেও তাই দেখতে পারবেন।তাই এউটি দেখে ভালো।ডিজাইন করতে পারবেন। (৬) নং এ অ্যাপ Run Or Installations করার Menu + অ্যাপ এর Others Page গুলো যেতে পারবেন।↑↑

2.2


↑↑ (৬) নং এর Mark করা Menu এর অন্য Page এর জাওয়ার বা দেখার বাটন এ ক্লিক উপর এর মতো আপনার বানানো সকল পেইজ দেখাবে।(১) নং থেকে আপনি আরো পেইজ বানাতে পারবেন
(২) নং থেকে Custom View Page বানাতে পারবেন।↑↑

2.3


↑↑ [২.১] নং Screen Shoot এর (৪) নং বাটন এ ক্লিক করলে উপর এর মতো অনেক গুলো Functions Drop.Down.Menu আকারে দেখাবে।এই গুলো নিয়ে আগামী দিন ইনশাআল্লাহ আলোচনা করব।আজ এখানে শেষ করছি।↑↑

তাহলে ওকে! অ্যাপ টি ডাউনলোড করে নিনঃ

→→→←←←

অথবা ভিডিও দেখবেনঃ

?-.-:-ভিডিও বার্তা দেখুনঃ-.-:-?

? এই পোস্ট টি আমি ভালো ভাবে বুঝানোর চেষ্টা করেছি তবুও যদি না বুঝেন তাহলে নিচের ভিডিও টি দেখুন অথবা যারা Freebasic দিয়ে দেখছেন তারা নিচে লিনক টি Copy & Past করে ভিডিও টি দেখুন:?


? অথবা লিনক Past করে দেখুন:

https://youtu.be/MvwMsDb7GMU

খোদা হাফেজ

? বড় ভাই তখনই খারাপ লাগে যখন পোস্ট টি পড়ে না কমেন্ট করেই চলে যান।??
☕একটা হাদিস পড়ুনঃ
?আপনাদের সুবিধা এর জন্য কিছু Shortcut Word দিলাম ☺ সবাই এইভাবে কমেন্ট করতে পারেন।


?T=Thank
?N=Nice
?S=Super
?G=Good
?A=Awesome

Or Your Custom Comment ?


?এই পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়:l?????

?TipsNet24.Com?

?কিছু কথা:-
এই পোস্ট এই প্রথম আমি নিজেই করলাম এই পোস্ট আর কুথাও নেই ? এবং Google তেও এই মাত্র প্রকাশিত হবে।(ভুলে থাকলে মাফ করবেন)???তাই পোস্ট কপি করলে Credit দিবেন Full Credit : Mahfuj
আর কনো সমস্যা হলে কমেন্ট করবেন সমাধান দেওয়া চেষ্টা


???*–:Contact Me:–*???

✈ Name: ? Md : Mahfuzur Rahman
✈ My Channel: ? Visit My Youtube

Exit mobile version