বিসমিল্লাহির রহমানির রাহিম
.
Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে Trickbd তে ভিজিট করেনা ।তাই আপনাকে Trickbd তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই Trickbd এর সাথেই থাকুন
.
জাভা টিউটোরিয়ালে স্বাগতম। আগের টিউটোরিয়ালে আমরা শিখেসিলাম eclipse ,jdk ,এই সব টুলস কোথায় পাবো এবং কি করে এই টুলস গুলি install করব । আজকে আমি class
এবং object এর প্রধান ৩টি
মূলনীতি সম্পর্কে সংক্ষেপে কিছু বলব আর কিছু বেসিক প্রোগ্রাম করব । তাহলে আর কথা বাড়িয়ে সময় নষ্ট করলাম না মেইন টপিকে ফিরে যাই । class কী ?
ক্লাস একটি ইউজার-ডিফাইন্ড ডেটা টাইপ , যা প্রোগ্রামের বিল্ট-ইন ডেটা টাইপের মত ক্রিয়া করে ।
.
ক্লাস হল একই ধরনের কতগুলো
অবজেক্টের সমষ্টি । যেমন ফল একটি ক্লাস বিবেচনা করলে ঐ শ্রেণীর কয়েকটি বস্তু যেমন , আম ,জাম ,কলা ,কাঠাল ,নারিকেল etc এক একটি অবজেক্ট । আগের টিউটোরিয়ালিও আমরা ক্লাস ও অবজেক্ট সম্পর্কে জেনে সিলাম , আজকে আরো কনসেপ্ট
ক্লিয়ার হবে আশা করি ।
.
প্রোগ্রামে এক বা একাধিক ক্লাস
থাকতে পারে ,এর উদারন আজকে আমরা একটু পরেই দেখব ।
object (অবজেক্ট ) কী ?
সাধারণভাবে অবজেক্ট বলতে বুজায় কোনো বস্তু ; যেমন , মানুষ একটি অবজেক্ট ;বই ,কলম ,পেন্সিল এগুলোর প্রত্যেকটিই এক একটি অবজেক্ট । অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট বা মূলনীতি আছে ।
এই গুলো হলো :
১)inheritance
২)polymorphism
৩)Encapsulation
৪)Data Hiding
৫)Static Binding
৬)Dynamic Binding
৭)Message Passing
আজকে এই গুলো নিয়ে আলোচনা করব না , কারণ মাথা hang হয়ে যেতে পারে । এখন প্রোগ্রামিং এ আশা যাক ।
.
আগের টিউটোরিয়ালে আমরা একটি লাইন console বা output এ ডিসপ্লে করে ছিলাম।
আজকে সেই কাজই করব কিন্তু সেটি multiple class এ । main ক্লাস public static void main(String[] args) {} এটি হলো প্রোগ্রামিং এর এন্ট্রি পয়েন্ট , অর্থাৎ এই main ক্লাস এর modde যা লেখব সেটিই আউটপুট এ আসবে ।এখন আগের দিনের test ক্লাসটি ওপেন করি । public class Test { public static void main (String[] args) {
}
}
এই রকম একটি কোড আমরা দেখতে পাব ।
.
আগের দিনের মত প্রজেক্টি সিলেক্ট
করি ,এরপর মাউস এর রাইট ক্লিক করে নিউ অপসনে যাব
করব । তবে এইবার public static void main(String[] args) এই
অপসনটি থেকে টিক চিন্ন তুলে দিব কারণ আমাদের already একটি main ক্লাস আছে ,একটি প্রজেক্টে একটি মাত্র main ক্লাস হবে ।
.
এই ভাবে class A {}, class B {}, class C {} create করি । public class A {
}
public class B {
}
public class C {
}
এখন ক্লাস A double ক্লিক করে ওপেন করি ,আগের দিনের মত একটি লাইন প্রিন্ট করার জন্য কোড টুকু লেখি
জাভা public class A {
public void A(){
System.out.println(“This is A class”);
}
}
public class B {
public void B(){
System.out.println(“This
is B class”);
}
}
public class C {
public void C(){
System.out.println(“This
is C class”);
}
}
এখানে ক্লাস A এর ভিতর আমরা
public void A(){} এইটি
লেখেছি ।এটি হলো Method ।
এখন method কি ?
method হলো এমন একটি
function যেকানে কিছু ডাটা
থাকবে , যেমন test class এ
মেথড হলো public static
void main(String[] args)
{}
মেথড এর definition নেক্সট
আলোচনা করা হবে ।
এখন test class টি ওপেন করি main মেথডে নিচের কোড টুকু লেখি :
public class Test {
public static void main
(String[] args) {
A a=new A();
B b=new B();
C c=new C();
a.A();
b.B();
c.C();
}
}
এখানে new একটি Keyword ,যেটি অবজেক্ট create করে থাকে ।
আমরা A ,B ,C ক্লাসের অবজেক্ট
create করে মেথড গুলি
access করব । খেয়াল করে দেখো আমরা main ক্লাসে কিছু প্রিন্ট করি নাই সব কিছু A ,B ,C ক্লাসে করেছি । এখন প্রোগ্রামটি রান করি । কি -বোর্ড এর ctrl +F11 press করলে প্রোগ্রাম রান হবে । আজকে অনেক প্রেসার দিলাম
.
আজকে আর নয় যে এই পোষ্ট টি করতে আমাকে সাহায্য করেছ তিনি হলেন M.Raihan ভাই ।এই পোষ্ট পুরা Cradite তার ।তার Photo
.
ফেসবুকে আমি = MD Shakib Hasan
.
আমি জাবা ইউজারদের জন্য Group খুলেছি সকলে Join করেন । Java Mobile Tips
.
আর হে পোষ্টটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ।
.
Thanks