মোবাইলে Android Integrated Development Environment সংক্ষেপে AIDE এর মাধ্যমে ব্যাসিক  কিছু অ্যপ তৈরি করা সম্ভব। আমরা এই ধারাবাহিক টিউটোরিয়াল সিরিজে অ্যাপ তৈরি এবং তা কাস্টমাইজ করা শিখব। এর জন্যে আমাদের প্রয়োজন হবে AIDE – IDE For Android Java C+ Google Drive লিংক থেকে প্রিমিয়াম ভার্সনটি ডাউনলোড করে নিন!

Demo App:

কাজের ধারাঃ

প্রজেক্ট Open করার পদ্ধতিঃ

  • প্রথমে উপরের লিংক থেকে AIDE ডাউনলোড করে নিন।

  • এবার  Marverenic music.zip ফাইলটি ডাউনলোড করে নিন।

  • এবার নিচের Screenshot এর মতো করে ফাইল টি Extract করে নিন।

  • এখন AIDE অ্যাপটি ওপেন করুন।

  • নিচের Screenshot এর মতো করে Extract করা zip ফাইলের “app” Module এ প্রবেশ করুন।

  • এবার build.gradle ফাইলে প্রবেশ করে অথবা নিচের মতো করে Project Open করুন।

লাইব্রেরি ডাউনলোড করা এবং Error ফিক্স করাঃ

  • Project Open করার সাথে সাথে কিছু Error শো করবে। (ভয় পাবেন না,  কিছু লাইব্রেরি ফাইল Missing থাকার কারণে এই Error গুলো শো করছে)

  • এবার  লাইব্রেরি ফাইল ডাউনলোড Permission চাইবে। নিচের Screenshot এর মতো করে লাইব্রেরি ডাউনলোড দিন। 

  • একই ভাবে যতবার ডাউনলোড চাইবে ততবার ডাউনলোড দিন। বেশি মেগাবাইট খরচ হবে না। সর্বোচ্চ ৩-৪ এমবি খরচ হবে।

   

App কনফিগারেশন ঃ

  • App টির নাম চেইঞ্জ করতে চাইলে src –> main –> res –> values –> String.xml ফাইলে প্রবেশ করুন।

  • এবার “app_name” attribute সংবলিত String টি খুজে বের করুন। তারপর এর Value তে আপনার App এর পছন্দের নাম টি দিন।

  • Icon চেইঞ্জ করতে চাইলে প্রথমে File Manager এর মাধ্যমে src –> main –> res এ প্রবেশ করুন।

  • এবার mipmap অথবা drawable এর যে কোনো একটি ফোল্ডারে আপনার কাংখিত png ফাইলের Icon টি রেখে দিন।

  • এবার AIDE তে প্রবেশ করে src –> main –> AndroidManifest.xml ফাইলে প্রবেশ  করে “android:icon” Attribute এর value টি চেইঞ্জ করুন।

  • যদি আপনি icon টি Drawable ফোল্ডারে রেখে থাকেন তাহলে value দিন “@drawable/YOUR_ICON_NAME” আর যদি mipmap ফোল্ডারে রাখেন তাহলে value দিন “@mipmap/YOUR_ICON_NAME”

  • যদি Additional Color গুলো চেইঞ্জ করতে চান তাহলে src –> main –> res –> values –> colors.xml এ গিয়ে চেঞ্জ করবেন।

  • এবার App টি রান করুন। 

??? “তৈরি হয়ে গেল আপনার App আর শুরু হয়ে গেল আমার হাতব্যথা”???

পরিশেষেঃ

কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ফেইসবুকে আমি। আর একটা কথা পোষ্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো সাড়া জোগালে পরবর্তী পোস্টে Web Inrgrate App বানানোর টিউটোরিয়াল দিব। সাথে Domain Detect Utility থাকবে। 

12 thoughts on "[AIDE-5] :: Android IDE এর মাধ্যমে অ্যাপ তৈরি || Material Design এর জনপ্রিয় Marverenic Music এর মতো Same অ্যাপ তৈরি করুন||"

    1. DevX Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাই?
  1. DreamStar RoNy Contributor says:
    Nice.. ei rokom aro kisu apps niye post koren
    1. DevX Contributor Post Creator says:
      অবশ্যই, পাশে থাকুন!
  2. DreamStar RoNy Contributor says:
    Tobe eta apk editor diye onno vabeo kora kora jay eto jhamela nai
  3. DreamStar RoNy Contributor says:
    তবে এটা apk editor diye অন্য
    ভাবেও করা যায়। এতো ঝামেলা নাই
  4. Tanjid Contributor says:
    Awesome Bro…
    Vai emn kono website ase j khane kono app upload dile sei app er coding ta show korbe?. Taile sudu name r logo change kore kaj kora jeto..
    1. DevX Contributor Post Creator says:
      আমার মনে হয় নাই। যেসব Decompile website আছে সেগুলোতে শুধু public void (), public class, string, TAG এসব শো করে। যা দ্বারা কিছুই করা সম্ভব না।
    1. DevX Contributor Post Creator says:
      ধন্যবাদ?
    1. DevX Contributor Post Creator says:
      ??

Leave a Reply