Site icon Trickbd.com

[HTML টিউটোরিয়াল পর্ব ২] HTML Programming শিখুন এবং আপনিও হয়ে যান ওয়েব ডিজাইনার

Unnamed

Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

আজকে আমি আপনাদের মাঝে HTML টিউটোরিয়াল পর্ব ২নিয়ে হাজির হলাম।আজকে থাকছে প্রাথমিক ধারনা,ইলিমেন্ট

প্রাথমিক ধারনা

নিচে একটা সাধারন এইচটিএমএল ডকুমেন্ট দেয়া হল এবং এর প্রতিটি অংশের বিস্তারিত বর্ননা করা হচ্ছে:

Home

এসো আমরা বাংলা ভাসায় HTML শিখি।

এইচটিএমএল ডকুমেন্ট বা DOC TYPE:
প্রথম লাইনটি হচ্ছে ডকুমেন্টটি কি ধরনের তা বোঝানোর (ব্রাউজারকে) জন্য দেয়া হয়। এইচটিএমএল এর কোন ভার্সন ব্যবহার করবেন সেটার উপর ভিত্তি করেই এই ডিক্লেয়ারেশন টি দেয়া হয়।
যেমন হচ্ছে এইচটিএমএল ৫ এর একটি ডকুমেন্ট। আবার হচ্ছে এইচটিএমএল ৪.০১ এর একটি ডকুমেন্ট।

html ট্যাগ ():
HTML এ প্রোগ্রাম লেখার জন্য সমস্ত code কে এর মাঝে লেখা হয়।

head ট্যাগ ():
এর ভেতরে

ট্যাগ লেখা হয় যার মাধ্যমে ওয়েবসাইটের title বা শিরোনাম প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই code এ title হিসেবে Home লেখা হয়েছে যা ব্রাউজারের title bar এ দেখা যাচ্ছে।
এছাড়া css এর stylesheet কে head ট্যাগের মধ্যেই call করা হয় এবং JavaScript/ jquery ও এর মধ্যে লেখা হয়।

body ট্যাগ ():
বা body ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েব সাইটের মূল Content সমূহ Body ট্যাগের মধ্যে অবস্থান করে । ট্যগের মধ্যেই বিভিন্ন Text , Image, Table ইত্যাদি ফরমেটিং এর জন্য বিভিন্ন ট্যাগ সমূহ লেখা হয় । এই code এ ট্যগের মধ্যে “এসো আমরা বাংলা ভাসায় HTML শিখি।” লেখা হয়েছে যা ব্রাউজারের মূল অংশে প্রদর্শিত হবে।

Example :

Home

এসো আমরা বাংলা ভাসায় HTML শিখি।

ইলিমেন্ট

HTML এ যেকোন শুরু ও শেষ ট্যাগ এবং মাঝের অংশকে ইলিমেন্ট বলা হয়।
যেমন

এটা হচ্ছে প্রথম হেডার।

। এখানে

এবং

শেষ ট্যাগের মাঝে “এটা হচ্ছে প্রথম হেডার।” লেখা হয়েছে, তাই “এটা হচ্ছে প্রথম হেডার।” একটি ইলিমেন্ট।
কিছু কিছু ট্যাগের কোন ইলিমেন্ট থাকে না যেমন
, ইত্যাদি।

Example :

Home

This is an element.

দেখা হবে পরবর্তী পর্বে

ফেসবুকে আমি = MD Shakib Hasan