Site icon Trickbd.com

জাভা মোবাইলেই জাভা শিখুন এবং জাভা অ্যাপলিকেশন তৈরি করেন।[Base part]

Unnamed

আস্সালামো আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের জন্য অন্যরকম কিছু নিয়ে আসসি।এবার জাভা ফোন দিয়েই শিখবেন জাভা পোগ্রামিং ল্যাংগুয়েজ এবং জাভা দিয়েই প্রাকটিস করবেন।আরও জাভা ফোন দিয়েই জাভা এপ তৈরি করবেন।এটা নিয়ে থাকবে ধারাবাহিক পর্বের টিউটরিয়াল।

আর এজন্য প্রথমে আপনার দরকার J2ME SDK.jar সফটওয়্যার টি।

সফটওয়্যারটির বৈশিষ্ট্য :

তো এখন SDK টি ডাউলোড করে নিন।

আমি এই SDK দ্বারা একটি সফটওয়্যার তৈরি করেছি।Demo হিসেবে ডাউনলোড করে দেখতে পারেন।

Click here for download it

MidletLifecyle.java

import javax.microedition.lcdui.*;
import javax.microedition.midlet.MIDlet;

public class MidletLifecycle extends MIDlet{
	private Form form;
	
	private Display display;

	public MidletLifecycle(){
		System.out.println("MidletLifecycle constructure");
	}

	public void startApp(){
		form = new Form("Midlet Lifecycle");
		display = Display.getDisplay(this);
		String msg = "This is the Lifecycle of Midlet!";
		form.append(msg);
		display.setCurrent(form);
	}

	public void pauseApp(){
		System.out.println("You are in pauseApp()...");
	}

	public void destroyApp(boolean destroy){
		System.out.println("You are in destroyApp()...");
notifyDestroyed(); } }

বিঃদ্রঃ সোর্স কোড সংগ্রহকৃত।

Download source code



এখন আমি যদি এই সোর্স কোড টি J2ME SDK দ্বারা কম্পাইল করে সফটওয়্যারটি বিল্ড করি এবং Phone এর JVM এ রান করি তাহলে নিচের screenshot এর মতো দেখাবে।



পরবর্তী পর্ব থেকে part by part বুজিয়ে দেয়া হবে।JDK download করে প্রাকটিস করতে থাকেন।

» Next part : Hello World পোগ্রাম।