Site icon Trickbd.com

জাভা মোবাইলেই জাভা শিখুন এবং জাভা অ্যাপলিকেশন তৈরি করেন।[part-1]

Unnamed

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন।আজ আপনাদের Hello World প্রোগ্রাম তৈরি করা শিখাব।


সোর্স কোড টি দেখে নিন।

HelloWorld.java

import javax.microedition.lcdui.*;
import javax.microedition.midlet.*;

public class HelloWorld extends MIDlet{
	private Form form;
	private Display display;

	
public HelloWorld(){ } public void startApp(){ form = new Form("Hello World"); String msg = "This is Hello World program!!!"; form.append(msg); display = Display.getDisplay(this); display.setCurrent(form); } public void pauseApp(){} public void destroyApp(boolean unconditional){ notifyDestroyed();
} }

Download source code

Now follow steps :

বিঃদ্রঃ build করার সময় app টি automatic exit এবং open হবে।মাঝে মাঝে open exit না নিজেই করতে হবে।

এপ টি বিল্ড হওয়ার পর memory থেকে j2mesdkprojects > your project name > dist ফোল্ডার এ app টি খুজে পাবেন।


তারপর app টি install করে open করবেন।ওপেন করার পর এপ টি নিচের screenshot এর মত দেখাবে।



এখন আপনি যদি “This is Hello World program!!!” এর বদলে অন্য কিছু print করাতে চান তাহলে
 String msg = "This is Hello World program!!!";

“This is Hello World program!!!” এর জায়গায় যা লেখবেন তাই প্রিন্ট হবে।তবে (“,;) এগুলো ব্যবহার করবেনা ।যদি এগুলো লাগাতে চান তাহলে পরবর্তীতে Lang Editor.jar দিয়ে class file এর strings edit করতে পারবেন।

এখন দেখেন যে তৈরিকৃত এপ টি ওপেন করলে উপরে Hello World হেডার দেখায়।এটাও আপনারা পরিবর্তন করতে পারবেন।

form = new Form("Hello World");

এখানে “Hello World” এর জায়গায় যা লেখবেন তাই হেডাযৈ প্রিন্ট হবে।

এভাবে আপনারা এই সোর্স কোড টি ব্যাবহার করে Ebook , About file ,etc etc make করতে পারবেন যা এখান ব্যাখ্যা করে সম্ভব নয়।

আপনাদের তো শুধু এই source কোড এর কাজ টাই দেখালাম কিন্তু এখনো মূল জিনিস টাই বুজানো বাকি আছে।এই সোর্স এর কি কি veriable , import function , constuctors ,etc নিয়েছি এবং কেন নিয়েছি তা বুজানো হয়নি।আপনারা চাইলে এটা নেক্সট পার্ট এ বুজিয়ে দেবো।সো কমেন্টে জানান।

0-[Base part]