Site icon Trickbd.com

[Bot Making Course] কেউ আপনার বট Start করলে সেটা কিভাবে বুঝবেন? || New User Notification || Part – 07

Unnamed

Telegram Bot Making Course || Part – 07

কেউ আপনার Telegram Bot স্টার্ট করলে সেটা কিভাবে বুঝবেন? বা কিভাবে খবর পাবেন? বা কিভাবে জানবেন?

এই প্রশ্নের উত্তর পেতে আজকের পোস্টটি সম্পুর্ন পড়ুন।

আসসালামু আলাইকুম। كَيْفَ حَالُكَ ؟ (কেমন আছ? )। প্রায় ৩ মাস পর আপনার, আমার প্রিয় ওয়েবসাইট Trickbd তে পোস্ট করলাম। আজকের পোস্টের টপিক হলো কিভাবে আপনার Telegram Bot স্টার্ট করলে আপনি নোটিফিকেশন পাবেন?

So Let’s Started Our Todays Post

Code

Api.sendMessage({
text : ‘🔔 New User Notification\n🧒 Name : ‘+user.first_name+’\n🆔 Chat Id : ‘ + request.chat.id + `\n⭕ Username : @`+user.username+’\n🤖 Bot Name : ‘+bot.name+”,
chat_id : Your ChatId})

Code on Telegram

• প্রথমে আপনারা কোডটি কপি করে নিবেন।

• তারপর Bots.Business এ গিয়ে /start কমান্ডে কোডটি Paste করে দিবেন।

• এখন @chatIDrobot থেকে আপনার ChatId কপি করে নিবেন।

Get Your ChatId from Bot

• এরপর Screenshot এ দেখানো জায়গায় আপনার ChatId বা Username বসিয়ে দিবেন।


• তারপর Save এ ক্লিক করবেন।


• ব্যাস, এখন থেকে আপনার বট কেউ Start করলে আপনার কাছে মেসেজ আসবে।

কোড বিশ্লেষণ

• Bot.sendMessageToChatId() ফাংশন দিয়ে ChatId ‘র মাধ্যমে যেকারো কাছে Bot থেকে মেসেজ পাঠানো যায়।

• Bot.sendMessageToChatId() এর পর থাকে ChatId বা Username [যার কাছে মেসেজ যাবে তার ChatId বা Username]

• শেষে Inverted Coma (“”) ‘র ভেতর থাকবে কাঙ্খিত মেসেজ।

⚠️ যারা বট তৈরির আগের পোস্টগুলো পড়েননি তারা আমার Profile এ গিয়ে দেখে আসুন

আজ এ পর্যন্তই। পরবর্তীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে ; নতুন কোনো টপিকের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন ; খুব বেশি ভালো। আল্লাহ হাফিজ !

🤖 বট তৈরি সংক্রান্ত আপডেট এবং সমস্যার সমাধান পেতে এখনই নিচের Telegram চ্যানেলে জয়েন করুন ।


Join My Telegram Channel : Shahriar Abid
Exit mobile version