কেমন আছেন সবাই?
কিছুদিন আগে ট্রিকবিডিতে এই পোষ্টটা দেখে ভাবলাম এটা তো PHP-তে লেখা। এখন কেউ যদি php হোস্টিং না নিতে পারে বা এই টাইপের সার্ভার তার না থাকে তাহলে সে কিভাবে কাজটা করতে পারে! চিন্তার কিছু নাই জাভাস্ক্রিপ্ট তো আছে!
তাই জাভাস্ক্রিপ্টেই পোর্ট করে ফেললাম উনার স্ক্রিপ্টটা। এখন যেকোনো হোস্টেই এটা ব্যাবহার করা যাবে। ওয়াপকাতেও (যদিও ওয়াপকা বন্ধ। এর মতো সাইটের কথা বলতে চাইলাম আর কি!)
মোবাইলে দেখতে এরকম লাগবে। পুরো সোর্সকোড দেয়া আছে। ইচ্ছামতো এডিট করে নিতে পারবেন।
Demo: Lab
Source: Source
গালি বা পরামর্শ যা-ই দিতে চান। কমেন্ট বক্স রইলো!
একটা কুইজঃ
- প্রথম জাভাস্ক্রিপ্ট যুক্ত করা হয় কোন ব্রাউজারে?