Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে Trickbd তে ভিজিট করেনা ।তাই আপনাকে Trickbd তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই Trickbd এর সাথেই থাকুন ।
.
আজকে আমরা দেখাবো জাভাস্ক্রিপ্ট Syntax
জাভাস্ক্রিপ্ট কী ভাবে লিখতে
হয় দেখুন।
.
.
জাভাস্ক্রিপ্ট Syntax
জাভাস্ক্রিপ্ট কীভাবে লিখতে হয়
চলুন দেখে নিয়া যাক।
.
আগেই জেনেছি জাভাস্ক্রিপ্ট কোড
HTML কোডের ভিতর লেখা হয়। এলিমেন্ট ব্যবহার করে কোড লেখাযায়। এমনকি এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলেও এই এলিমেন্ট দিয়ে তা সংযোগ করে দিতে হয়। একটা এইচটিএমএল ডকুমেন্টে নিচের মত করে জাভাস্ক্রিপ্ট দিতে হয়।
ট্যাগ শেষ করতে হয় এই ট্যাগ
দিয়ে। এ অনেকগুলি এট্রিবিউট
ব্যবহার করা যায়। সবচেয়ে বেশি
ব্যবহৃত হয় “src” এবং “type” এদুটি।
.
src এট্রিবিউট দিয়ে এক্সটার্নাল
ফাইল সংযোগ করতে ব্যবহৃত হয় আর type এট্রিবিউটে সাধারনত মান “text/javascript” ব্যবহৃত হয় অর্থ্যাৎ type=”text/javascript”.
এছাড়া আরো এট্রিবিউট আছে তবে সব এট্রিবিউট ই ঐচ্ছিক মানে ব্যবহার না করলেও শুধু কাজ করবে। যেমন async দিয়ে পেজের যেকোন কাজ যাতে বন্ধ না হয় কিংবা স্ক্রিপ্ট লোডের জন্য দেরি করতে না হয় সেটা ঠিক করে দেয়া যায়। এক্সটার্নাল ফাইলের ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য। charset, defer ইত্যাদি এট্রিবিউট আছে তবে এগুলি
সাধারনত ব্যবহার করা হয়না বা
লাগেনা। defer দিলে পেজ সম্পূর্ন আগে লোড হবে এরপর জাভাস্ক্রিপ্ট কোড এক্সিকিউট শুরু হবে। এটাও শুধু এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে ব্যবহার হয়। দিতে হয় নিচের মত
<script type="text/javascript"sr
প্রতিটি জাভাস্ক্রিপ্ট লাইন
সেমিকোলন (;) দিয়ে শেষ করতে হয় তবে বাধ্যতামূলক নয়। number এবং string যোগ করলে জাভাস্ক্রিপ্ট নাম্বারকে স্ট্রিং
হিসেবে গন্য করবে এবং নিচের মত আউটপুট দেবে। 1.var x = ‘The largest Bengali tutorial site ‘; 2.var y = 8;3.document.write(x + y);
.
যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ।
.
আথবা আমাকে ফেইসবুকে বলতে পারেন MD Shakib Hasan
.
আর হে আর জাবা সম্পর্কে ভালো কিছু Tips এবং জাবা সম্পর্কে জানতে আমার জাবা Group এ সবাই Join করেন ।
Java Mobile Tips