Site icon Trickbd.com

[App Make] যেভাবে ‘Sketchware’ দিয়ে Browser অ্যাপ বানাবেন। কোন রকম কোডিং দক্ষতা ছাড়ায়! Part-1

Unnamed

<p> [App Make] যেভাবে ‘Sketchware’ দিয়ে Browser অ্যাপ বানাবেন। কোন রকম কোডিং দক্ষতা ছাড়ায়! Part-1</p> <p></p>

.body{border-style:dashed dashed solid;border-top:none;border-color:gray;}
#header{border-style: ridge;border-color:gray;}
.png{border-top-style: dotted;
border-right-style: solid;
border-bottom-style: dotted;border-color:red;}
.dn {border: 2px solid red;
border-radius: 5px;}
.app{border-top-style: dotted;
border-right-style: solid;
border-bottom-style: dotted;
border-left-style: solid;}
#a1 a {color:white;}

Post Thumbnail:


আসসালামুয়ালাইকুম,প্রিয়
Trickbd
বাসী।
আসা করি মহান আল্লাহু তায়ালার রহমতে সকলে আলহামদুলিল্লাহ, ভালো আছেন।

আবারো চলে এলাম আরেকটি নতুন App বানানোর টিউটোরিয়াল নিয়ে

আসা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক!


যে কিভাবে আপনি নিজেই একটা সুন্দর Browser অ্যাপ তৈরি করবেন।আমি এখানে কয়েকটি Part এ শেয়ার করছি কারণ এক Part এ দেখানো সম্ভব নয়।
তো আজকের এই পোস্ট এ আমরা একটা Project বানাবো তো প্রথমে এখানে ক্লিক করে অ্যাপ টি নামানোর পর Install দিয়ে Open করুন।
এর পর + এ Click দিলে এমন একটি বক্স আসবে সেখানে অ্যাপ নাম,আইকন,পেকেজ নাম সহ সব নিজের মতো করে দিন তারপর ‘Create App’ এ click দিন।

এখন এমন একটি page আসবে।তো Layouts থেকে liner(H) চেপে ধরে Screen এ ছেড়ে দিবো তারপর এর Height=match parent করে দিবো।এবং Padding all 0 করব।এরপর আমরা Imageview Add করব।নিচে দেখছেন যে আমরা শুধু ২ টা জিনিস অ্যাড করলাম।

এখন আমরা Layout টি Select করে Gravity তে গিয়ে নিচের চিত্রের মতো করব।

এখন আমরা উপরের ৩ ডটস এ গিয়ে Image এ জাব তারপর + তে click দিয়ে Gallery থেকে একটা Height=1280,Width=720 মাপের ছবি সেলেট করব।আমরা একটা করলাম।

এখন Image view টি select করে image এ গিয়ে সেই ছবি টি Selected করে দিন।তারপর উপরের Save এ ক্লিক দিন।

এখন নিচের চিত্রের মতো করে যেকোন নাম দিয়ে একটা Page অ্যাড করুন

তারপর আমরা Component এ গিয়ে + Button থেকে চিত্রের মতো ২ টি অ্যাড দিবো।

তারপর Event এ গিয়ে প্রথম টা Selected করে Open করি।

তারপর গোল দাগ দেওয়া তে ক্লিক দিয়ে Components থেকে উপরের সাজানো ব্লক এর মতো আমরাও সাজাই।(ঠিক যেমন আছে তেমন করবেন নাহলে কাজ করবে না)

এখন বেক এ আসি।আমরা অ্যাড করতে পেরেছি এখন Just ‘Run’ এ ক্লিক দেই তারপর Install কিরে দেখুন আমরা অ্যাপ বানিয়ে ফেলেছি!

তো আচ্ছা দেখা হবে পরের পোস্ট এ



বুঝতে কোন সমস্যা হলে ভিডিও দেখতে পারেনঃ

আমরা যে অ্যাপ দিয়ে অ্যাপ বানাইলাম সেই অ্যাপ টি ডাউনলোড করতেঃ


সৌজন্যেঃ TECH MAHFUJ (Subscribe Now)

তো ভিউয়ার আসা করি টপিক টি বুঝতে পেরেছেন।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।কথা হবে আরেকটি নতুন কোন টিউটোরিয়ালে।আর হ্যা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এ জানান।

?

আল্লাহ হাফেজ

?????????????