[App Make] যেভাবে ‘Sketchware’ দিয়ে Browser অ্যাপ বানাবেন। কোন রকম কোডিং দক্ষতা ছাড়ায়! Part-2
Post Thumbnail:
আসসালামুয়ালাইকুম,প্রিয়
Trickbd
বাসী।
আসা করি মহান আল্লাহু তায়ালার রহমতে সকলে আলহামদুলিল্লাহ, ভালো আছেন।
আবারো চলে এলাম আরেকটি নতুন App বানানোর টিউটোরিয়াল নিয়ে
আসা করি আজকের বিষয়টি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক!
গত পাঠে আমরা প্রথম পেজ এর কাজ করছিলাম আজ আমরা সেই Project এর পেজ ২ এর কাজ করবো।তো প্রথমে নিচের মতো করে সেই পেজ এ জান।
এর পর নিচের মতো করে Layout And View গুলো অ্যাড করুন।পিকচার এ জেভাবে দেখছে৷ সেভাবে অ্যাড করুন।
এর পর আমরা একটা Webview অ্যাড করলাম।আপনারাও অ্যাড করবেন।
তারপর Event এ গিয়ে On activity Create এইখানে গিয়ে নিচের মতো WebView add করে Url টি দিন।
এরপর আবার বেক এ এসে View তে জান তারপর + এ গিয়ে Button1 Add দিয়ে এই টাতে ঢুখুন।
তারপর নিচের মতো View And Toasts অ্যাড করুন।কোন রকম ভুল করলে কিন্তু কাজ করবে না।
সঠিকভাবে কাজ করতে পারলে আমাদের এই পাঠ এর কাজ সেস তাই আমরা বেক এ এসে Save করে Run করুন।
বুঝতে কোন সমস্যা হলে ভিডিও দেখতে পারেনঃ
আমরা যে অ্যাপ দিয়ে অ্যাপ বানাইলাম সেই অ্যাপ টি ডাউনলোড করতেঃ
সৌজন্যেঃ TECH MAHFUJ (Subscribe Now)
তো ভিউয়ার আসা করি টপিক টি বুঝতে পেরেছেন।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।কথা হবে আরেকটি নতুন কোন টিউটোরিয়ালে।আর হ্যা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট এ জানান।
? |
আল্লাহ হাফেজ
?????????????