আসসালামু আলাইকুম ।আশা করি ট্রিকবিডির সবাই ভালো আছেন।আজ আমি JavaSript নিয়ে আলোচনা করবো।
JavaScript কি?
JavaScript ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ।JavaScript হল একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং বা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। JavaScript কে সংক্ষেপে “JS” বলা হয়।JavaScript একটি প্রোটোটাইপ ভিত্তিক স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যাতে পরিবর্তনশীল, দুর্বল টাইপ এবং প্রথম শ্রেণীর ফাংশন আছে।JavaScript একটি পূর্ণাঙ্গ অবজেক্ট অরিয়েন্টেট ডায়নামিক ল্যাঙ্গুয়েজ। JavaScript এর অফিসিয়াল নাম ‘ECMA’ স্ক্রিপ্ট। এতে আছে ডেটা টাইপ, অপারেটর,গুরুত্বপূর্ণ কিছু অবজেক্ট (যেগুলো সব সময় আপনি ব্যবহার করতে পারবেন) আর ফাংশন বা মেথড।’Java’ আর ‘C’ প্রোগ্রামিং ভাষা থেকে বেশ কিছু সিনট্যাক্স নেওয়ায় যারা এসব ভাষায় পারদর্শী তাদের জন্য এটি শেখা তুলনামূলকভাবে সহজ।
JavaScript এর কাজ কি?
JavaScript একটি জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ, যা ওয়েব পেজের ইন্ট্রকটিভিটি ও ফাংশনালিটি বৃদ্ধি, ফরম ভেলিডেশন, ব্রাউজার নির্দেশ, সময় ও তারিখ নির্দেশ ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
JavaScript ক্লায়েন্ট এবং সার্ভার উভয় দিকেই কাজ করতে পারে। JavaScript ইউজারের নিকট থেকে ডাটা নিয়ে প্রয়োজনীয় প্রসেস সম্পন্ন করে সার্ভারে প্রেরণ করে।
JavaScript এর সুবিধা কি?
করবে।
দেখাতে বা অদৃশ্য করতে পারবেন।
মাধ্যমে।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।