Site icon Trickbd.com

কিভাবে Javascirpt দিয়ে input এর value পাবেন?

আজকের Tutorial এ আমরা শিখবো কিভাবে Javascript দিয়ে input এর value পাবেন।

 

প্রথমে html এ input tag এর একটি id দিয়ে দিতে হবে।

এরপর Javascript এ লিখতে হবে

document.getElementById({id}).value;

এইখানে {id} দ্বারা input tag এ ব্যবহার করা id কে বোঝানো হয়েছে।ধরুন,input tag এর id “textbox” তাহলে এই code টি হবে:

document.getElementById("textbox").value;

আমরা এখন এটিকে একটি variable এ store করতে পারি।মনে করি একটি variable এর নাম text।এই variable এ input এর value store করতে এই কোড টি লিখতে হবে:

let text = document.getElementById("textbox").value;

এখন আমরা একটি button use করে এবং input এর value টি alert মেসেজ এ show করিয়ে দেখতে পারি।

নিচে সম্পূর্ণ HTML কোড টি দেওয়া হলো:

 

এখন আমরা দেখবো যে আমাদের কোডটি কাজ করে কি না।

প্রথমে আমরা Input এ একটি Text লিখি

এখন আমরা দেখতে পাচ্ছি input এর text টি আমাদের alert message এ show করছে।সুতরাং,কোডটি কাজ করছে।

 

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ

Visit করতে পারেন আমার ওয়েবসাইট Zubayer Tech