Site icon Trickbd.com

জেএসসি পরীক্ষার গণিত ১০০% কমন সৃজনশীল প্রশ্ন সকল বোডের জন্য তাই কেউ মিস করবেন না!!!

Unnamed

নিচের ৩ টি সৃজনশীল প্রশ্ন সকল বোডের জেএসসি পরীক্ষার্থী ভাই-বোনেরা দেখে যান কারণ এই ৩ টি প্রশ্ন কোন না কোন বোডেই ১০০% কমন পড়বে।

১/৬৫০০ টাকায় যে হারে ৪ বছরের মুনাফা আসলে ৮৮৪০ টাকা হয়।ঐ একই হারে মুনাফা কত টাকা ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা হবে।
ক)মুনাফা নির্ণয় কর
খ)মুনাফার হার নির্ণয় কর
গ)কত টাকা ৫ বছরে মুনাফা আসলে ২ গুণ হবে
২/কোন আসল ৫ বছরে মুনাফা আসলে ৭০০০ টাকা এর মুনাফা আসলের ৩/৫ অংশ হবে।
ক)সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লিখ
খ)আসল ও মুনাফার হার নির্ণয় কর
গ)একই হার মুনাফার ১৬০০ টাকা ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কর
৩/ x/3+y/2=6 এবং x/2+y/4=4
ক)দেখাও যে,{9,6} সমীকরণের মূল নয়।
খ)অপনয়ন পদ্ধতিতে সমাধান কর।
গ)লেখচিত্রের মাধ্যমে সমীকরণদ্বয়ের সমাধান(3,10) সিদ্ধ হয়েছে।

আরো সাজেশন পেতে সবাই আমার ছোট ব্লগটি
ভিজিট করবেন সবার সুস্থতা কামনা করে আজকের মত বিদায়।
Exit mobile version