Site icon Trickbd.com

জেএসসি ও জেডিসির ফল প্রকাশের তারিখ ঘোষণা দিয়েছে জেনে নিন

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম।।।

আসসালামুআলাইকুম।।
আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালই আছেন।।
আল্লাহ আমাকেও ভাল রেখেছেন।।
আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, তাই নতুন নতুন কোন পোষ্ট করতে পাচ্ছিনা,।
পরীক্ষা শেষ হলেই নতুন কিছু নিয়ে হাজির হব,,,টিরিকবিডিতে।।
::::পোষ্ট::::::

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।
৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। একই সময় প্রধানমন্ত্রী ২০১৮ সালের বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

গত ১ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়। সারাদেশে সাধারণ ৮টি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা নেয়া হয়; শেষ হয় ১৮ নভেম্বর। এবার জেএসসি-জেডিসির ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন।
আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ জন পরীক্ষা দেয়। গত বছর এ পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন অংশ নিয়েছিল। এবার পরীক্ষার্থী বেড়েছে ৫৬ হাজার ৪৫ জন।

সূত্র:সময়ের কণ্ঠস্বর।

আশাকরি সকলে নিয়মিত নামাজ আদায় করবেন
এবং বেশি বেশি তওবা করবেন আল্লহর নিকট।।
আল্লাহ হাফেজ।