Site icon Trickbd.com

২০১৮ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম।

Unnamed

আসসালামু আলাইকুম


.
.
.

২০১৮ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর প্রকাশ হবে।

এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তাদের ফলাফল জেনে নিতে পারবে।

তবে বর্তমানে অনলাইনের যুগে সবাই সবকিছু দ্রুত পেতে চায়।

এজন্য পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই সবাই ইন্টারনেটে তা দেখতে চায়।

কিন্তু ইন্টারনেটে
পরীক্ষার ফলাফল উন্মুক্ত করে দেয়া হয় দুপুর
২টার পরে। এর আগে এসএমএসের মাধ্যমে
মোবাইল ফোনে রেজাল্ট দেখার অপশনটি
উন্মুক্ত করে দেয়া হয় দুপুর ১২টার পরে।

আর মার্কশিট সহ পরীক্ষার ফলাফল দেখা যায় বিকেল ৪টার পর।

সুতরাং বলা যায় জেএসসি রেজাল্ট দেখা
যাবে তিনটি পদ্ধতিতে।

১)নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে
২) মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে
৩) অনলাইনে

আছকে আমি দুই টি পদ্ধতিতে দেখিয়ে দিবো

তো শুরু করা যাক।

পদ্ধতি-১

নিছের দুই টা লিঙ্ক তে আপনি রেজাল্ট দেখতে পারবেন খুব সহজে।

১) LINK== এখানে ক্লিক করুন

২)LINK== এখানে ক্লিক করুন

পদ্ধতি-২

মোবাইলে এস এম এস এর মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

➳মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে

JSC===== JSCবোর্ডের নামের প্রথম ৩
অক্ষর রোল নাম্বার সাল আর পাঠিয়ে দাও

16222 নাম্বারে।

উদাহরণ: JSC Din 641322 2018

JDC===== JDCবোডের নামের ৩ অক্ষর রোল নাম্বার সাল আর
পাঠিয়ে দাও 16222 নাম্বারে।

উদাহরণ: JDC Din 641322 2018

চার্জ: ২ টাকা প্রতি SMS (সম্পূরক শুল্ক, ভ্যাট ও
সারচার্জ প্রযোজ্য)