Site icon Trickbd.com

[LifE stYle] টিপ অফ দি ডে- কি ভাবে এই শীতেও ঠোট লাল ও মসৃন রাখবেন?

Unnamed


“টিপ অফ দ্য ডে”তে আপনাদের জন্য থাকবে এমন কিছু টিপস যা আপনার দিনটিকে আরও একটু সহজ আর সুন্দর করে তুলবে।

এই শীতেও কি আপনি পেতে চান সুন্দর, কোমল ঠোঁট?

যেভাবে এই শীতেও ঠোট লাল ও মসৃন রাখবেন

পুরানো দাঁত মাজার ব্রাশ ফেলে দিবেন না! কুসুম গরম পানিতে ব্রাশ ধুয়ে তা জীবাণুমুক্ত করে নিন।

গোসলের পরে ঠোটের চামড়া নরম থাকে। তখন ৩০ সেকেন্ডের মতো ব্রাশ দিয়ে আলতোভাবে ঠোঁট ঘষে নিন।  এরপর ধুয়ে মুছে ঠোঁটে লাগান ভ্যাসলিন।

দেখবেন নিয়মিত করতে থাকলে আপনার ঠোঁট রেহাই পাবে শীতের রুক্ষতায় নষ্ট হওয়ার হাত থেকে।

——————–