Site icon Trickbd.com

মুক্তি পাচ্ছে না ‘রানা প্লাজা’, আদালতের নিষেধাজ্ঞা।

Unnamed

আবারো আটকে গেল নজরুল ইসলাম খান
পরিচালিত ‘রানা প্লাজা’। আগামী ৪
সেপ্টেম্বর মুক্তি পাবার কথা থাকলেও
আদালতের নিষেধাজ্ঞার কারণে মুক্তি স্থগিত
হল ছবিটির।

সোমবার দুপুরে ব্যারিস্টার মো. মোহাম্মদ
মেহেদী হাসান চৌধুরীর করা এক রিট
আবেদনের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শুনানি

করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি
মোস্তফা জামান ইসলামের বেঞ্চ এই
নিষেধাজ্ঞা দেন। এতে করে ৪ সেপ্টেম্বর
মুক্তি স্থগিতসহ আগামী ছয়মাস চলচ্চিত্রটির
প্রদর্শন বা কোন মাধ্যমে সম্প্রচার বা প্রচার করা
যাবে না।

২০১৩ সালে সাভারে ‘রানা প্লাজা’ ধসের
ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি আগে
সেন্সর বোর্ড আটকে রাখে। এরপর সেন্সর
বোর্ডের নির্দেশনা অনুযায়ী ছবির বেশ কিছু
অংশ কর্তন করা হলে শর্ত সাপেক্ষে সেন্সর
ছবিটি ছাড়পত্র পায়। ছবিটিতে জুটিবদ্ধ হয়ে
অভিনয় করেছেন পরীমনি ও সাইমন।

Www.Dhallywood24.com থেকে নেওয়া

[bg=#FF0099]সময় পেলে আমার সাইটে ঘুরে আসার জন্য দাওয়াত রইলো আশা করি দাওয়াত রাখবেন[/bg]
[size=10]Rsfoorti.Tk[/size]