Site icon Trickbd.com

এবার বাংলাদেশ কে নিয়ে মুখ খুললেন মার্ক জুকারবার্গ, তবে কি শেষ পর্যন্ত…

Unnamed

আমেরিকার ওয়াশিংটনে ফেসবুক আয়োজিত এক সেমিনারে
ফেসবুকের জনক মার্ক জুকার বার্গ বাংলাদেশ ফেসবুক বন্ধ
করে দেওয়ার প্রতি তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন ।
তিনি বলেছেন, ফেসবুক বন্ধ করে সরকার বিশ্ব থেকে
বাংলাদেশকে আদালা করার পায়তারা করা হচ্ছে। তিনি
আরাও বলেন অতিবিলম্বে যদি বাংলাদেশে সরকার ফেসবুক
খুলে না দেয় তাহলে বাংলাদেশ কে সবরকম ইন্টারনেট সেবা
থেকে বঞ্চিত করা হবে।
তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের

পাঠানো চিঠি নিয়ে কিছুই বলে নাই তিনি। সেমিনারে
আমেরিকা ভারত বেশ কয়েকটি দেশের বক্তরা এই বিষয়ে
প্রতি আঙ্গুল তুলে তীব্র নিন্দা জানান। বাংলাদেশ ফেসবুক
বন্ধ হওয়াতে ফেসবুক কোম্পানির বেশ কিছু ডলার এর ক্ষতি
হচ্ছে, কারন বাংলাদেশের ই-কমার্স সাইট সহ অনেক
কোম্পানিই ফেসবুক এ বিজ্ঞপন দিত কিন্তু এখন সেটি হচ্ছে
না। সেই ক্ষোভ থেকেই তিনি বাংলাদেশকে নিয়ে এমন
মন্তব্য করেন। উল্লেখ, গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, ভাইবারসহ
বেশকয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে।
তবে মন্ত্রিসভার সদস্যসহ সরকারের অনেক উচ্চপদস্থত
কর্মকর্তারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন। আশা
করি খুব দ্রুতই সকলের জন্য সরকার ফেসবুক উন্মুক্ত করে দিবেন।
সূত্রঃ indiatimes

হা হা হা