Site icon Trickbd.com

৫০ কোটি আয়ের পথে ‘হেইট স্টোরি থ্রি’

Unnamed

মুক্তির প্রথম সপ্তাহ শেষে অর্ধ শত
কোটি রুপি আয়ের পথে এগুচ্ছে ‘হেইট
স্টোরি থ্রি’। ইরটিক থ্রিলার ধাঁচের
সিনেমাটি বছরের অন্যতম হিট সিনেমার
তকমা পেয়ে গেছে এরই মধ্যে।
‘হেইট স্টোরি’ সিরিজের তৃতীয়
সিনেমাটি মুক্তির দিনই বক্স-অফিসে
চমক দেখায়। বাণিজ্য বিশ্লেষক তারান
আদার্শ সিনেমাটির প্রথম পাঁচ দিনের
আয়ের হিসাব জানিয়ে টুইট করেন। তিনি
লেখেন, “#হেইটস্টোরিথ্রি শুক্র ৯.৭২
কোটি, সোম ৪.৪০ কোটি, মঙ্গল ৩.৯৫

কোটি, বুধ ৩.৭৫ কোটি, বৃহস্পতি ৩.২৮
কোটি। সর্বমোট: ৪২.২০ কোটি।
ভারতে ব্যবসা। দারুণ।”
মাত্র সাড়ে ৬ কোটি রুপি বাজেটে
নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন
শারমান জোশি, জেরিন খান, কারান
সিং গ্রোভার এবং ডেইজি শাহ।
সিনেমাটিকে সারপ্রাইজ হিট হিসেবে
অভিহীত করছেন বাণিজ্য বিশ্লেষকরা।
এদিকে বক্স-অফিসে ‘তামাশা’র জয়রথ
চলছে। রানবির কাপুর ও দিপিকা
পাড়ুকোন জুটির নতুন সিনেমাটি মুক্তির
দ্বিতীয় সপ্তাহে পেরিয়ে আয় করেছে
৬৫ কোটি রুপি। তবে তৃতীয় সপ্তাহে এসে
ইমতিয়াজ আলি পরিচালিত সিনেমাটির
আয়ে কিছুটা ভাটা পড়তে পারে বলে
ধারণা করছেন বিশ্লেষকরা।

ভালো লাগলে
আমার
সাইট
টাতে একবার ঘুরে আসবেন

Exit mobile version