Site icon Trickbd.com

এলিয়েন খুঁজতে ‘কেমিক্যাল’ ল্যাপটপ

Unnamed

First Published Bdnews24.Com

পৃথিবীর বাইরের গ্রহগুলোতে প্রাণের
অস্তিত্বের অনুসন্ধানে সহায়তা করতে
নতুন এক ডিভাইস এনেছে মার্কিন
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা
নাসা। ‘কেমিক্যাল ল্যাপটপ’ নামের এই
ডিভাইসটি হচ্ছে একটি পরিবহনযোগ্য
রাসায়নিক ল্যাব যা নাসার ভবিষ্যৎ
রোভারগুলোতে যুক্ত করা হবে।
নাসার ভাষ্যমতে, জীবের অস্তিত্ব
আছে এমন অণু সন্ধান করাই কেমিক্যাল

ল্যাপটপের একমাত্র উদ্দেশ্য। আরও
নির্দিষ্ট করে বললে, আমিষ আর
কোষঝিল্লির প্রধান উপাদান
অ্যামাইনো এসিড আর ফ্যাটি এসিড
খোঁজার জন্য বানানো হয়েছে এটি।
মার্কিন সংবাদমাধ্যম ভার্জ
জানিয়েছে, মঙ্গল আর পৃথিবীর বাইরের
অন্যান্য স্থানে পাওয়া নমুনাকে
বিশ্লেষণের আগে পানিতে দ্রবীভূত
করতে হবে। এই কেমিক্যাল ল্যাপটপটি
অনেকটা এসপ্রেসো মেশিনের মতো, যা
নমুনাগুলো উত্তপ্ত করে পানিতে
দ্রবীভূত করে। সেখানে রঞ্জক পদার্থ
আর অন্যান্য রাসায়নিক পদার্থগুলো,
কোনো নমুনায় জীবের অণু পাওয়া গেলে
তা শনাক্ত করতে পারবে। শুধু
অ্যামাইনো এসিড আর ফ্যাটি এসিড
শনাক্তই নয়, সেইসঙ্গে তা কোনো জীব
থেকে এসেছে কি না তাও নির্ণয় করা
যাবে এতে।