Site icon Trickbd.com

[লাইফ স্টাইল] ওজন কমাতে হলে, যে খাবারগুলো ভুলেও খাবেন না

Unnamed

বর্তমান সময়ে নিজেদের ফিট রাখার জন্য সবচেয়ে বেশি প্রতিযোগিতা করতে হয়। ওজন কমানোর জন্য যেন একেকজনকে যুদ্ধ ক্ষেত্রে নামতে হয়। তাও যেন সেই স্বপ্ন অধরা থেকে যায়।

ওজন কমানোর জন্য যখন সংগ্রামে নামা হয়, তখন আমাদের অতি প্রিয় কিছু খাবার তার পেছনে সোচ্চার হয়ে যায়। কিছু খাবার রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভাল না এবং এগুলো অকারণে আমাদের ওজন বৃদ্ধি করে।

ওজন কমানোর জন্য কোন টার্গেট যদি আপনার থেকে থাকে তাহলে এই ২৫টি খাবার এড়িয়ে চলুন-

১. কোল্ড কফির সাথে হুইপড ক্রিম বা আইসক্রিম খাবেন না

২. আইস চা

৩. গ্যাস মেশানো পানীয়

৪. অ্যালকোহল

৫. স্মুথি

৬. হট ডগ

৭. ডগনাটস

৮. বার্গার

৯. পেস্ট্রি কেক

১০. মাংস

১১. রেস্তোরাঁর সালাদ

১২. সসেজ

১৩. পিজা

১৪. সাদা পাস্তা

১৫. এনার্জি ড্রিংকস

১৬. সূর্যমুখীর তেল

১৭. সাদা ভাত

১৮. প্যাকেটজাত দই

১৯. ভাঁজা খাবার

২০. আলুর চিপস

২১. পাউরুটি

২২. প্যাকেটজাত খাবার

২৩. প্যাকেটজাত স্যূপ

২৪. মাইক্রোওয়েভে তৈরি করা ভুট্টা

২৫. মিষ্টি

এই খাবারগুলো এড়িয়ে চলার কারণ-

## এই সকল খাবারে প্রচুর পরিমাণে মিষ্টির ব্যবহার করা হয়, এতে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে।

## এই সকল খাবার খেলে ক্ষুধা বৃদ্ধি পায়।

## এগুলো শরীরের ভিটামিন ও খনিজ ধ্বংস করে।

## এসকল খাবারে কোন পুষ্টি নেই। এতে ক্যালোরির পরিমাণ বেশি এবং এসব খাবার হজম শক্তি হ্রাস করে।

## এসকল খাবার ত্যাগ করে ভাল খাবারের প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে।

.
.

সবার প্রথমে এই পোস্টটি এখানে শেয়ার হয়ে ছিল
.
.
নতুন নতুন টিপস পেতে সময় পেলে ঘুরে আসবেন
.
.

LikeSmsBD.Ga

ভালো থাকবেন ট্রিক বিডির সাথে থাকুন