Site icon Trickbd.com

[আইটি কর্নার] পর্নপ্রেমীদের জন্য এবার থেকে সেক্সি গুগল

Unnamed

পর্নপ্রেমীদের জন্য এবার থেকে সেক্সি গুগল

ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর এবং তার চল বৃদ্ধি পাওয়ার থেকে এখন সত্যিই হাতের মুঠোয় গোটা বিশ্ব। এক ক্লিকে যাবতীয় তথ্য পাওয়া যায়। এমনকি শপিংও করা য়ায়।
এতসবের পাশাপাশি গোটা বিশ্বজুড়েই ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ খানিকটা সময় কাটান পর্ন দেখে। গুগল তাই এবার থেকে খুলেছে এক নতুন সার্চ ইঞ্জিন। যা আপনাকে পর্ন দেখতে সুবিধা করে দেবে।এই সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হয়েছে ‘সেক্সি গুগল’।
যাঁরা পর্ন দেখতে পছন্দ করেন, তাঁদের জন্যই গুগলের এই অভিনব উদ্যোগ। এতদিন গুগলে কিছু সার্চ করতে গেলে আপনাকে যা করতে হত, এই সেক্সি গুগল সার্চ ইঞ্জিনেও আপনাকে সেটাই করতে হবে। শুধু হোম পেজে আপনি ক্লিক করলেই দেখতে পাবেন কম পোশাকের পর্ন তারকাদের