কেউ বল্টুরে চুম্মা দে
বল্টু গেলো একটা সিম কম্পানীর
হেড অফিসে ,
সরাসরি ডিরেক্টরের
কাছে গিয়ে বল্ল আপনার এই
অফিসে মোট কত জন লোক কাজ
করে ,
ডিরক্টর বল্ল ১৫০ জন কিন্তু
কেন ?
বল্টু বল্ল আমি একটি হোটেল
খুলেছি আপনাদের একদিন দুপুরে
ভাত খাওয়াতে চাই তাই
ডিরেক্টর বল্ল কত টাকা লাগবে ,
বল্টু বল্ল ফ্রি তে আপনাদের
একদিন ভাত খাওয়াবো তার পর
বল্টু ফিস ফিস করে যেন কি বল্ল
ডিরেক্টর তা ঠিক মতন সুনতে
পেলোনা ।
দিলো না একদিন ফ্রি খাবারের কথা
শুনেই মহা খুশি
তো বল্টুকে বল্ল
কালকেই জেন সে খাবর দেয় বল্টু
তারা কি কি খাবে তা জিগেস করে
চলে গেলো, পরের দিন সময় মত
খাবার নিয়ে এলো সবার খাওয়ার
শেষে বল্টু ডিরেক্টরের কাছে একটি
বিল নিয়ে গেলো,
ডিরেক্টর বিল কিশের আপনিতো
ফ্রি খাওয়াবেন বলেছিলেন
বল্টু বল্ল আমি আপনাকে ভাত
ফ্রিতে কাওয়াবো বলেছি কিন্তু
তরকারির জন্য টাকা লাগবে বলেছি,
ডিরেক্টরের মনে হল তখন বল্টু ফিস
ফিস করে যে কথা বলেছিলো সেটা
সে শুনতে পায়নি. ডিরেক্টর বল্ল
আপনি তরকারির দাম লাগবে সেটা
এত আস্তে বলেছেন সেটা শুনতে
পারিনি তো আপনার টাকাটা
দিবোনা.
তোরা এত বড় পোষ্টারে এত বড়
বড় কইরা অক্ষর দিয়া অফারের কথা
লেখোছ আর কোনার ভিতর ছোট
কইরা লেখছ শর্ত পজেয্য হেইডা
কিছু হয়না আর আমি আস্তে কইরা
কইছি তরকারির দাম লাগবো হেয়ার
লেগা টাকা দিবি না টাকা দে
নাইলে
পুলিশের কাছে জামু
ডিরেক্টর ব্যাচারা অসহায়ের মত
কোমায় চইলা গেলো |