Site icon Trickbd.com

[Life Style] ঠোঁট কি সবসময়ই ফাটে? সবসময় ঠোঁট ফাটলে কী করবেন ?

Unnamed

ঠোট ফাটলে যা করবেন


শীতের শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়ার
প্রভাব শুধু শরীরের
ওপরই পড়ে না,ঠোঁটের ওপরও পড়ে
ভীষণভাবে। এতে এ সময়
নারী-পুরুষ নির্বিশেষে সবারই ঠোঁট
শুষ্ক থাকে এবং ঠোঁট
ফাটতে দেখা যায়।

অনেকের আবার শুধু
শীতকালই নয়, সারা
বছরে ঠোঁট শুষ্ক থাকে ও ফাটে। এটা
খুবই বিরক্তিকর
সমস্যা। কারো কারো সবসময় ঠোঁট শুষ্ক
থাকে।

ঠোঁট
ফেটে যায়। সেক্ষেত্রে কী করণীয়?
ঠোঁটের শুষ্কতা ও ঠোঁট ফাটা
মোকাবিলা করতে ঠোঁট

দুটোতে গ্লিসারিন মেখে হালকা
ম্যাসাজ করতে হবে।

এতে
রক্ত সঞ্চালন বাড়বে এবং মৃতকোষগুলো
উঠে যেতে
সাহায্য করবে। অতিরিক্ত গ্লিসারিন
ভেজা কটন উল দিয়ে
মুছে ফেলবেন।

এবার দুই ঠোঁটে ময়েশ্চারাইজার
যেমন ভ্যাসলিন খুব গাঢ়
করে মাখবেন এবং দুই ঠোঁটে
আগাগোড়া খুব দ্রুত আলতো
করে আঙুল বুলাবেন। ঠোঁটের কোণা
থেকে মাঝ পর্যন্ত
দ্রুত এটা করবেন।

এতে ঠোঁট কোমল
থাকবে এবং ঠোঁট
ফাটার সমস্যা দেখা দেবে না।
একটা কথা মনে রাখতে হবে, ঠোঁট
কখনোই শুকনো রাখা
যাবে না। ঠোঁট আবারও শুকিয়ে
যাওয়ার আগেই গ্লিসারিন
কিংবা ভ্যাসলিন মাখতে হবে। আর

ঠোঁটের চামড়া কখনোই
টেনে তুলবেন না।

শীতের মধ্যে বাইরে বেরোলে
কিংবা রোদে বাইরে গেলে
অবশ্যই ফাটা ঠোঁটে লিপ ব্যারিয়ার
ক্রিম মেখে বেরোতে
হবে। সূর্যরশ্মির কারণে ঠোঁট ফুলে
যায়,ব্যথা হয় কিংবা
ঠোঁটে জ্বালাপোড়া অবস্থার সৃষ্টি
হয়। তাই ঠোঁট
সুরক্ষায় যত্ন নিতে হবে।