Site icon Trickbd.com

শ্রীলঙ্কাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

Unnamed

চতুর্থবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
জয়ের পথে আরো এক
ধাপ এগিয়ে গেছে ভারত।
সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৯৭
রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পা
রেখেছে ইশান্ত
কিশানের দল। জয়ের জন্য ২৬৮ রানের
লক্ষ্য তাড়া করতে নেমে ৪২.৪ ওভার
ব্যাটিং করে ১৭০ রানেই গুটিয়ে গেছে
শ্রীলঙ্কার ইনিংস। ৭২ রানের দারুণ ইনিংস
খেলে
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন
আনমোলপ্রিত সিং।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে
২৬৮ রানের
লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই
হোঁচট খেয়েছিল
শ্রীলঙ্কা। প্রথম চার ওভারের মধ্যে
১৩ রান সংগ্রহ করতেই
হারিয়েছিল দুটি উইকেট। দশম ওভারে

শ্রীলঙ্কার অধিনায়ক
চারিথ আশালঙ্কাও আউট হন মাত্র ৬ রান
করে। চতুর্থ
উইকেটে ৪৯ রানের জুটি গড়ে কিছুটা
প্রতিরোধের চেষ্টা করেছিলেন
শাম্মু আসলান ও কামিন্ডু মেন্ডিস। কিন্তু
২৪তম
ওভার মেন্ডিস সাজঘরে ফেরার পরই
প্রায় নিশ্চিত হয়ে যায়
শ্রীলঙ্কার হার। আউট হওয়ার আগে
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯
রানের ইনিংস খেলেছেন মেন্ডিস। ৩৮
রান এসেছে
আসলানের ব্যাট থেকে।
শেষপর্যায়ে ভিশাদ রান্ডিকার ২৮
ও দামিথা সিলভার ২৪ রানের ইনিংস দুটি
শ্রীলঙ্কার হারের ব্যবধানটাই শুধু
কমাতে পেরেছে। ভারতের পক্ষে
দারুণ বোলিং করে তিনটি উইকেট
নিয়েছেন মায়াঙ্ক
ডাগার। দুটি উইকেট গেছে আভেস
খানের ঝুলিতে।
এর আগে টস হেরে ব্যাট করতে
নেমে আনমোলপ্রিত সিংয়ের
৭২, সরফরাজ খানের ৫৯, ওয়াশিংটন
সুন্দরের ৪৩ রানের
ইনিংসগুলোতে ভর করে
স্কোরবোর্ডে ২৬৭ রান জমা
করেছিল
ভারত।
শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে
ভারতকে খেলতে হবে
বাংলাদেশ অথবা ওয়েস্ট ইন্ডিজের
বিপক্ষে। ১১ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে
মুখোমুখি
হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

২৪ ঘন্টা খবর পেতে আমাদের সাথেই থাকুন