বুধবার সকাল থেকেই এরকম
একটা গুজব বাতাসে ভাসছিল। দেশের
বেশ কয়েকটা অনলাইন গণমাধ্যম খবরও
প্রকাশ করেছিল যে, সংযুক্ত আরব
আমিরাতের দুবাইয়ে হোটেল রুমে
সাকিব আল হাসানকে ফোন করে উর্দু
ভাষায় হত্যার হুমকি দেওয়া হয়।
বেলা পৌনে তিনটার দিকে সাকিব
নিজেই এই খবরের সত্যটা স্বীকার
করেন সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে। নিজের আইডি থেকে
দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন,
নিরাপদ, হ্যাঁ যথেষ্ট নিরাপদ আছি।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল)
করাচি কিংসের হয়ে খেলতে সাকিব
এখন অবস্থান করছেন আরব আমিরাতে।
সেখানে দুবাইয়ের খেলা শেষ করে
শারজাহ যাওয়ার পরই ঘটে এই ঘটনা।
জানা গেছে, হোটেলে সাকিবের রুমে
ফোন করে পিএসএল না খেলে দেশে
ফিরে যেতে বলা হয়। উর্দু ভাষায়
সাকিবকে গালিগালাজ করে হত্যার
হুমকি দেওয়া হয়। সাথে সাথেই সাকিব
করাচি কিংসের টিম
ম্যানেজমেন্টকে বিষয়টি অবহিত
করেন। হোটেল কর্তৃপক্ষকেও ফোন
দেওয়ার ক্ষেত্রে আরো বেশি
হয়েছে।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম