Site icon Trickbd.com

বাসন্তি সাজে বাংগালীয়ানা ।

Unnamed

হলুদ, কমলা, সবুজ —ফাল্গুনেশুধু প্রকৃতিনয় ,পোশাকেও এই রংগুলো যেনবেশিইফুটে ওঠে।শিমুল-পলাশেরছোঁয়ালেগে যায়সাজে। হলুদরঙের শাড়ি, মাথায়হলুদ ফুল—বসন্তেরপ্রথম দিনেএই সাজইবেশি দেখাযেত। তবেসময়েরসঙ্গেবদল এসেছেসাজও পোশাকে।

সময়টাএখন একই সঙ্গেবসন্ত ও ভালোবাসার।বলাভালো ,পলাশ আরলালগোলাপেরসহাবস্থানের সময়।এদিন সাজেআরপোশাকে তাই ফাল্গুনও ভালোবাসাররঙের ছোঁয়ামেলে।শাড়ি বাকমিজ ,যে পোশাকইহোক, সঙ্গেনিশ্চই সোয়েটাররাখতেচাইবেননা !
দিনেরবেলাশীতপোশাকের দরকারহয়তোপড়বে না,কিন্তু সন্ধ্যায়বেরোলে !বসন্তেরপ্রথম দিনেনাহলেওভালোবাসা দিবসেঅনেকেইপ্রিয়জনের সঙ্গে বাইরেযানসন্ধ্যার পরে।কোনো রেস্তোরাঁয়খেতেবা কোথাও সময় কাটাতেগেলেএকটুগরম কাপড় তো দরকারপড়েবই।সেক্ষেত্রে সমাধানেরকথাজানালেন ফ্যাশন হাউসমাদলেরপ্রধান উদ্যেক্তা মাসুমাখাতুন। তিনিবলেন, নাশীত নাগরম ,এই সময়টামাঝামাঝি। আবারবিশেষদিনের সাজপোশাকেরসঙ্গে একটাভারী শীতপোশাকঠিক মানাবেনা। তাইবেছেনিতে পারেনপাতলা কিছু।পাতলা ধরনের চাদর পরেই সময়টাউপভোগ করতেপারেন। বসন্তেরআবহাওয়ারকথামাথায় রেখেইপাতলা উজ্জলরঙেরশাল এনছেমাদল।শুধু পয়লাফাল্গুন বা ভালোবাসাদিবস না, এই সময়ের সন্ধ্যারযেকোনো অনুষ্ঠানে বেছেনিতে পারেনএমন পাতলা ধরনের শীতপোশাক।শাড়ির সঙ্গে মানানসইরংবেছে নিতেপারেন পাতলাশালে। পশ্চিমা ধাঁচের পোশাকবাসালোয়ার–কামিজের সঙ্গেপাতলা শাল ছাড়াওপরতে পারেনরঙিনএকটা কটি।এ ছাড়া একদম পাতলা বুক খোলাসোয়েটারপরেনিতে পারেন।রঙিনস্কার্ফ পেঁচিয়ে নিলেওভালোদেখাবে এমন দিনে।
‘চুলেগাঁদাফুল। হালকাসাজ। পরনে তাঁতেরহলুদ শাড়ি ,লাল পাড় কিংবাবাসন্তীরঙেরশাড়িতে হলুদপাড়। একসময় ফাল্গুনেরসাজ বলতেএটাকেইবোঝাত। ’দেশালের ডিজাইনারইসরাতজাহান ছোটবেলায়দেখাফাল্গুনের সাজেরবিবরণ দিলেনএভাবেই। এখনকারপোশাকেররঙে যে কিছুটাভিন্নতা এসেছে ,সেটাও উল্লেখকরলেনতিনি। বললেন,
‘প্রকৃতিররংইএখন হলুদ। হলুদ রংগুলো বেশিফোটে। নতুন কচিপাতা গজায়গাছগুলোতে।এ কারণেই এই রঙেসাজে মেয়েরা।তবে হলুদ রঙেরসঙ্গেযায়—এমন অন্যান্য রঙেরব্যবহারও চলেএসেছে। বেগুনিরঙেরশাড়িতেযখন হলুদ পাড়থাকে ,গয়নাও যদিহলুদ হয় ,তা হলেসেটাফাল্গুনের সাজইহয়ে যায়।’কচিপাতার সবুজ শাড়িতে হলুদরঙের পাড়।ম্যাজেন্টা রঙের শাড়িরসঙ্গে হলুদরঙেরব্যবহার ,
গাঢ়হলুদ ,হালকাহলুদ , বাসন্তী,
শর্ষেফুলেরহলুদ রঙাশাড়িও বেশ দেখাযাচ্ছে বাজারে। দেশাল রংগুলোবাছাইকরেঋতুর ওপর ভিত্তি করে।এবারবসন্তে পোশাকেনিয়ে এসেছেহলুদ ,
হালকাসবুজ , ফ্লোরালমোটিভের নকশা।এ ছাড়া ম্যাজেন্টার সঙ্গে কয়েকরকমেরহলুদ রংব্যবহার করা হয়েছে।
ফাল্গুনেরফুলেহলুদ রঙেরপ্রাধান্য বেশি, কিন্তুঅন্য রঙেরফুলওতো ফোটে।এ কারণেপ্রকৃতির রংগুলোই যেনচলেআসেপোশাকে। সময়েরসঙ্গেমানিয়ে যায়বলে সুতিরতৈরিপোশাকগুলোই বেশি আরামদায়কহয়। দেশীয়কাটে তৈরিপোশাকগুলোর পাশাপাশি পাশ্চাত্যকাটে তৈরি পোশাকগুলোওঅনেকে পরছেন। শাড়িমুখ্যভূমিকা পালনকরলেও কামিজ, স্কার্ট,কুর্তাতেও মন্দ লাগবেনাসেদিন। আইকনিকফ্যাশন গ্যারেজেরস্বত্বাধিকারী তাসলিমা মলিবলেন,‘ বাসন্তীও হলুদরঙের মিশেলসব পোশাকে আনাহয়েছে। শীতেরপরপরই বসন্তেরআগমন তুলেধরতেনকশায় ফুলেলনকশারপাশাপাশি প্রকৃতি থেকেবিভিন্ন নকশারমোটিফও ব্যবহারকরেছি। স্কার্ট ,টপ,কুর্তা ,
শাড়ি, মাটিপর্যন্ত ছোঁয়ানো গাউন,খাটোকামিজ বানিয়েছি আমরা।’যাত্রার ডিজাইনার ঊর্মিলাশুক্লা ফাল্গুনেরপ্রথম দিনটিতেনিজের জন্য বেছে নেবেনসুতিরশাড়ি। সাদাশাড়ির সঙ্গেকমলারঙেরব্লাউজ অথবা কমলাশাড়ির সঙ্গেসবুজ রঙের ব্লাউজবেছে নেবেন।গলায়পরবেন কাঠ-পুঁতি দিয়েতৈরি মালা।এমনি উজ্জ্বলরঙেসেজে উঠতেপারেন আপনিও।
ঊর্মিলাশুক্লা বলেন,‘সবাই এখন পোশাক-সচেতন, সবাই গুছিয়ে পরতেপছন্দ করেন।আমরা সিঙ্গেল জামারওপর প্রাধান্যদিয়েছি। শাড়িও পোশাকে হলুদ ,কমলাআর হালকাসবুজ বেশি ব্যবহার করা হয়েছে।সাদারওপর একটুহলুদের ছোঁয়াও দিয়েছি। টাইডাই,ব্লক ছাড়াওবাংলাদেশের সাতটি বিভাগেরনকশি কাঁথারনকশা।
ট্রিক বিডিতে মোবাইল থেকে ছবি দিতে সমস্যা হচ্ছে । লিংকে গিয়ে ছবি দেখতে পারেন আর কিভাবে ছবি দেয় জানলে জানাবেন।
Read More on Amraito.com