Site icon Trickbd.com

ইন্টারনেটে ১ মিনিটে যা ঘটে

Unnamed

আমি রাহুল কেমন আছেন সবাই?
আশাকরি ভাল।
আমার জন্য সবাই দোয়া করবেন।
তো আজকে আমর আলোচনা কর

ইন্টারনেটে ১ মিনিটে যা ঘটে

১ মিনিট। ৬০ সেকেন্ড। টিক টক, টিক টক। খুব দ্রুত ১ মিনিট সময় চলে যায়। তাই হয়তো ভাবছেন এই সময়ের মধ্যে কী আর ঘটে? কিন্তু সময় যে বড়ই মূল্যবান। সময়ের প্রতিটা সেকেন্ড যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে মিনিট তো আরো অনেক বড় কিছু।
১ মিনিটে অনেক কিছুই ঘটতে পারে। বিশেষ করে ইন্টারনেট জগতে। এখানে প্রতি মিনিটে কয়েক বিলিয়ন বাইট তথ্য ট্রান্সফার হয়। মানুষ নিজেদের নানা কিছু এখন একে অপরের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমেই শেয়ার করে। সুতরাং এটা ভাবাটাও মুশকিল যে, মানুষ তাহলে কী পরিমান স্মৃতি, ধারণা, অভিজ্ঞতা ও আবেগ ইন্টারনেটের মাধ্যমে শেয়ার প্রতিদিন শেয়ার করছে।
ইন্টারনেটের নানা মাধ্যমে প্রতি মিনিটে কত কিছু ঘটে চলেছে, সেটা বোঝানার জন্য খুব ছোট্ট একটা উদাহরণ হিসেবে কিছু সোশ্যাল নেটওয়ার্কিং মাধ্যমে ১ মিনিটেই কী ঘটে, সেটা জেনে নিন।

* ফেসবুকে প্রতি ১ মিনিটে লাইক পড়ে ৪১ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পোস্টে।
* টুইটারে প্রতি ১ মিনিটে ৩ লাখ ৪৭ হাজার ২২২টি টুইট করা হয়।
* ইউটিউবে প্রতি ১ মিনিটে নতুন ভিডিও আপলোড করা হয় মোট ৩০০ ঘণ্টার।
* ইনস্টাগ্রামে প্রতি ১ মিনিটে ১৭ লাখ ৩৬ হাজার ১১১টি ছবি লাইট পড়ে।
* পিনটারেস্টে প্রতি ১ মিনিটে পিন হয় ৯ হাজার ৭২২টি ছবিতে।
* অ্যাপল অ্যাপস স্টোর থেকে প্রতি ১ মিনিটে ডাউনলোড করে থাকে ৫১ হাজার অ্যাপস।
* নেটফিক্সে প্রতি ১ মিনিটে ভিডিও স্ট্রিম হয়ে থাকে ৭৭ হাজার ১৬০ ঘণ্টা।
* রেডডিটিতে প্রতি ১ মিনিটে ভোট কাস্ট হয়ে থাকে ১৮ হাজার ৩২৭টি।
* অ্যামাজন সাইটে প্রতি ১ মিনিটে ইউনিক ভিজিটর ৪ হাজার ৩১০ জন।
* ভাইনে প্রতি ১ মিনিটে ভিডিও প্লে হয়ে থাকে ১০ লাখ ৪১ হাজার ৬৬৬টি।
* স্ন্যাপচ্যাটে প্রতি ১ মিনিটে ২ লাখ ৮৪ হাজার ৭২২ স্ন্যাপ শেয়ার হয়।
* স্কাইপেতে প্রতি ১ মিনিটে ১ লাখ ১০ হাজার ৪০ কল হয়।

নতুন টিপস পেতে TrickBD এর সাথে থাকুন