Site icon Trickbd.com

আফ্রিদি চান বাংলাদেশই শিরোপা জিতুক

Unnamed

এশিয়াকাপজুড়ে অসাধারণ
পারফরম্যান্সের জন্য আবারও
বাংলাদেশের উচ্চসিত
প্রশংসা করেছেন পাকিস্তান
অধিনায়ক। যে পারফরম্যান্স
টাইগারদের তুলে দিয়েছে এশিয়া কাপের ফাইনালে।
পাকিস্তানি ক্রিকেটারদের
সম্মানে এক নৈশভোজের
আয়োজন করা হয় পাকিস্তান
হাই
কমিশন অফিসে। সেখানেই মন্তব্য করতে গিয়ে আফ্রিদি
মিডিয়াকে বলেন, ‘আমি মনে
করি, যেভাবে বাংলাদেশ
ক্রিকেট খেলেছে, যেভাবে
তারা উন্নতি করেছে, তাতে
তারাই ফাইনাল খেলার যোগ্য দাবিদার। এবং আমার
বিশ্বাস, ফাইনালেও তারা

ভালো করবে এবং শিরোপা
জিতবে। আমার শুভ কামনাও
থাকলো বাংলাদেশের
প্রতি।’ একই সময় পাকিস্তানি
পেসার মোহাম্মদ আমির
উচ্চসিত
প্রশংসা করেছেন
বাংলাদেশের ওপেনার সৌম্য
সরকারের। পাকিস্তানি এই পেসারের
মতে, সৌম্যই হচ্ছেন
বাংলাদেশ
এবং পাকিস্তান ম্যাচে
সবচেয়ে বড় পার্থক্য
সৃষ্টিকারী। ওই ম্যাচে পাকিস্তানকে ৫
উইকেটে হারিয়েছে
বাংলাদেশ। সৌম্য সম্পর্কে আমির বলেন,
‘এটা তো টি-টোয়েন্টি
ক্রিকেট। আমি মনে করি,
১০৩ রান তাড়া করা খুবই
সহজ। যখন
ম্যাচটা সৌম্য সরকার একতরফা বানিয়ে
ফেলেছিলেন। আর
টি-টোয়েন্টিতে ম্যাচের
গতি পরিবর্তণ হয়ে যেতে
পারে
মাত্র একটি ওভারেই। গত দুই বছরে বাংলাদেশ দুর্দান্ত
পারফর্ম করে যাচ্ছে। এ
সময়ের মধ্যে যেভাবে তারা
উন্নতি করেছে, তাতে
বিশ্বের যে কোন শক্তিশালি
দলকেই হারানোর ক্ষমতা রাখে তারা।’ ভালো থাকুন সুস্থ থাকুন । আর নতুন কিছু পেতে । Trickbd.Com এর সাথেই থাকবেন । ধন্যবাদ ।

Sell:- DjGaan.Tk

Exit mobile version