Site icon Trickbd.com

জানেন, সব ঘড়ির বিজ্ঞাপনেই কেন ১০টা ১০ বেজে থাকে?

দেখেছেন সকলেই। চোখ এ়ড়ানোর মতো কোনও ব্যাপার এটা নয়। হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানতে চান। সকলের জন্যই আরও একবার রইল ঘড়ির এই রহস্য উন্মোচন।

১. ১০.১০-এ ঘড়ির কাঁটাগুলোর বিন্যাস অনেকটা স্মাইলির মতো হয়। তাই ক্রেতার সঙ্গে অনেক বেশি কানেক্ট করে এই সময়টা। আগে ৮.২০ –কে ব্যবহার করা হত।

২. ঘড়ির কাঁটা ১০.১০-এ থাকলে ঘড়ির সবক’টি অ্যাট্রিবিউট স্পষ্ট দেখা যায়। ব্র্যান্ড, তারিখ বা অন্য কিছু থাকলে, সবই পরিষ্কার দেখা যায়।

৩. আরও একটি বিষয় হল, কাঁটার এই বিন্যাস ব্র্যান্ডের একটি আন্ডারলাইন হিসেবে কাজ করে।

৪. সেকেন্ডের কাঁটা ৩৫-এ থাকার যুক্তি একটিই। ১০.১০-এ ঘণ্টা এবং মিনিটের কাঁটার সঙ্গে ডিজাইনে এটিই সেরা সামঞ্জস্যপূর্ণ স্থান।

৫. ১০.১০-এ একটি ‘ভি’ সিম্বল তৈরি হয়, যা ‘ভিকট্রি’ বোঝায়।