Site icon Trickbd.com

[খেলাধূলা] মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি টেইলর, যা বললেন

Unnamed

সুপার টেনের শেষ ম্যাচে শনিবার
কলকাতা ইডেন গার্ডেনে
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন
পরীক্ষায় ফেলে দেন মুস্তাফিজুর
রহমান। এদিন তিনি পাঁচ কিউই ব্যাটসম্যানকে
বোকা বানিয়েছেন। আর কিছুদিন পর
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে
মুস্তাফিজের সতীর্থ হবেন রস
টেইলর। তাই মুস্তাফিজকে সতীর্থ
হিসেবে পেয়ে দারুণ খুশি
নিউজিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান।

খেলা শেষে সংবাদ সম্মেলনে
টেইলর স্বীকার করেন, প্রথমবারের
মতো মুস্তাফিজকে খেলতে যাওয়া
যে কারোর জন্য খুব কঠিন একটা কাজ।
টেইলর বলেন, ‘দেখুন, এই ম্যাচে
সে কঠিন সময়ে বল করতে এসে
প্রতিবার উইকেট নিয়েছে। আজ খুব
ভালো বল করেছে। তার ইউনিক একটা
অ্যাকশন আছে। আর সেটা সে খুব
স্মার্টলি ব্যবহার করে।’
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে
সাসেক্সের হয়ে খেলবেন
মুস্তাফিজ। এই দলে আছেন রস
টেইলরও। সাসেক্সে ২০ বছর বয়সী
মুস্তাফিজের সঙ্গে খেলার সম্ভাবনায়
খুশি কিউই এই ডানহাতি ব্যাটসম্যান,
‘সাক্সেসের জন্য সে সত্যিই খুব
ভালো চুক্তি। কিছু দিন পর হয়তো আমরা
এক সঙ্গে খেলব।’

নতুন নতুন সংবাদ ও তথ্য যানতে আমাদের এখানে আসুন