Site icon Trickbd.com

সিম রি-রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন? কিন্তু নতুন ভোটার হবার কারণে NID Card পান নি? তাহলে এখনই অনলাইন থেকে আপনার NID কার্ডের সফটকপি সংগ্রহ করুন

Unnamed

আসছালামুআলাইকুম! যারা নতুন ভোটার
হয়েছেন কিন্তু NID card হাতে না
পাওয়ার কারণে সিম রি-রেজিস্ট্রেশন
করতে পারছেন না তাদের জন্য লিখতে
বসলাম আজকের এই টিউন। এখন আপনি
চাইলেই অনলাইন থেকে আপনার NID
কার্ডের সফট-কপি সংগ্রহ করে সেটা
দিয়ে সিম রি-রেজিস্ট্রেশন করতে
পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন
দেখি কিভাবে অনলাইন থেকে আপনার
ভোটার আইডি কার্ড বা NID কার্ডের
সফট-কপি সংগ্রহ করবেন।
শুরুতেই একটা বিষয় আগে ক্লিয়ার করে
নিই তা হল আপনি যখন ভোটার
হয়েছিলেন তখন আপনাকে একটি ফরম
পূরণ করতে হয়েছিল এবং যখন নিজের
ছবিসহ নাম ঠিকানা আপডেট করিয়েছেন
তখন আপনাকে ঐ ফরমের নিচের অংশটি
কেটে দেয়া হয়েছিল যেটি নিচের
ইমেজে লাল মার্ক করে দেখানো
হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে
আমি পূর্ণ ফরমটির চিত্রই দিয়ে দিলাম।

আপনি যখন অনলাইন থেকে NID কার্ডের
সফট কপি সংগ্রহ করবেন তখন উপরের
xxxxxxx চিহ্নিত স্থানে যে ৮ সংখ্যার

নম্বর রয়েছে সেটি লাগবে।
এখন প্রথমেই আপনাকে বাংলাদেশ
নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ
করতে হবে। বাংলাদেশ নির্বাচন
কমিশনের ওয়েবসাইট ভিজিট করতে
এই লিংকে ক্লিক করুন।
এরপর নিচের মত আসবে,

উপরের পেইজের ১ম বক্সে “ফরম নম্বরে”
মার্ক করে আপনার ভোটার নিবন্ধন
ফরমের ঐ ৮ সংখ্যার স্লিপ নম্বর দিন।
এরপর বাঁকি সব কিছু ঠিকঠাক পূরন করে
“ভোটার তথ্য দেখুন” বাটনে ক্লিক
করলেই নিচের চিত্রের মত তথ্য দেখতে
পাবেন।

এখন উক্ত পেজ থেকে আপনার NID
নম্বরটি লিখে নিন। তারপর খেয়াল করুন
ঐ পেজে উপরের অংশের মেনুবারে
“রেজিস্টার” লেখা আছে। সেখানে
ক্লিক করুন । তাহলে নিচের মত পেজ
আসবে। এবার সব কিছু ঠিকঠাক পূরণ করুন।

রেজিস্টার সফল হয়ে যাবার পর এখন
লগিন করার পালা। লগিন করতে এখানে
ক্লিক করুন । তাহলে নিচের মত পেইজ
আসবে,

ওখানে সব তথ্য ঠিকঠাক দিন এবং
ভেরিফিকেশনের জন্য মোবাইল বাছায়
করুন। তারপর সামনে বাটনে ক্লিক করে
মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে সাবমিট
করুন। তাহলেই পেয়ে যাবেন আপনার
কাঙ্খিত NID কার্ডের তথ্য। যেটি
দেখতে নিচের মত,

এখন যদি আপনি আপনার NID কার্ডের
সফট-কপি ডাউনলোড করতে চান তাহলে
উপরের তীর চিহ্নিত স্থানে অর্থ্যাৎ
“পরিচয় বিবরণীতে” ক্লিক করুন। তাহলেই
আপনার NID কার্ডের সফট-কপি
ডাউনলোড হয়ে যাবে। এখন সেটা প্রিন্ট
আউট করে আপনার সিম রি-রেজিস্ট্রেশন
কিংবা NID সংশ্লিষ্ট যে কোন কাজে
লাগাতে পারেন। টিউনটি আপনার
বিন্দুমাত্র উপকারে এসে থাকলে ছোট্ট
একটা ধন্যবাদ দিতে ভুলবেন না যেন |
ক্রেডিটঃআঃকাউছার ভাই।
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম