Site icon Trickbd.com

এই কারণে শুরুতেই সাকিব বাদ!

Unnamed

কলকাতা নাইট রাইডার্সের (কেকেকে) দু’টি শিরোপা

(২০১২ ও ২০১৪) জয়েই গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব আল হাসান। কিন্তু, আইপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচেই দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সাকিবকে স্কোয়াডের বাইরে রাখল কেকেআর। ম্যাচে অবশ্য সাকিবকে ছাড়াই সহজ জয় পেয়েছে কেকেকে। কিন্তু কেন তাকে বাদ দিল কেকেকে?

চারজন বিদেশি খেলোয়াড় হলেন, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান পেসার জন হ্যাস্টিংস ও সাবেক অজি স্পিনার ব্র্যাড হগ। এক বিশ্লেষক বলেন, সাম্প্রতিক সময়ে এ চার বোলার বেশ ভালো বল করছিলেন। এ কারণেই তাদের খেলানো হয়েছে। কেকেকের হাতে অনেক বিকল্প। কাজেই তারা নানা পরীক্ষা চালাতে পারে।
বাবার মৃত্যুর কারণে কলকাতার হয়ে এ ম্যাচে খেলতে পারছেন না ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইন। আইপিএল শুরুর আগেই তার

বোলিং অ্যাকশন বৈধ হিসেবে ঘোষণা দেয় আইসিসি।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন TipsaLL24.com

_______________________________________________________
ফেছবুকে আমার আইডি