Site icon Trickbd.com

কবর থেকে দিনে দুপুরে জিন্দা মানুষ তোলা হচ্ছে (ভিডিও সহ)

Unnamed

কবর থেকে দিনে দুপুরে জিন্দা মানুষ

তোলা হচ্ছে। বিষয়টি চোখে পড়লে যেকেউ
একবারের জন্য হলেও থমকে যাবে।
সিরিয়াস কিছু কিনা সেটা জানতে চাইবে।
আমরাও যখন প্রথম এটি দেখতে পাই তখন
আমরাও কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম। আজ টিপসরাউন্ড.কম
আপনাদের সামনে হাজির করবে একদল
যুবকের কিছু অদ্ভুত গল্প নিয়ে। আমরাও
ধমকে যাই যখন দেখি চারজন যুবক একটি কবর
খুঁড়ছিলো। আর আশেপাশের শত শত আবাল,
বৃদ্ধ বনিতা তা দাড়িয়ে দাড়িয়ে দেখছিলো। কবরে যিনি শায়িত আছেন তার
নাম জাহাঙ্গীর। আর যারা কবর খুঁড়ছেন
তাদের দলনেতা বাদশা।
ভিডিও দেখুন…

কবর থেকে দিনে দুপুরে জিন্দা মানুষ তোলা হচ্ছে

আরো নতুন আফার পেতে চোখ রাঙ্গানো অসাধারন AmarRound.Com সাইটি ঘুরে আসেন ভাই।