Site icon Trickbd.com

স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দুরে থাকা যাবে?

Unnamed

যারা নিজেদের স্ত্রীদের নিকট গমন
করবেনা বলে কসম খেয়ে বসে তাদের জন্য
চার মাসের অবকাশ রয়েছে অতঃপর যদি
পারস্পরিক মিল-মিশ করে নেয়। পাপ
থেকে হেফাযত এবং পূর্ণ
নিরাপত্তার মধ্যে থাকার শর্তে স্বামী-স্ত্রী উভয়ে
পারস্পরিক সম্মতিতে দীর্ঘ সময় দূরে
থাকায় শরী‘আতে কোন বাধা নেই। তবে

পাপের সাথে জড়িয়ে পড়ার সম্ভাবনা
থাকলে অল্প দিনের জন্য হলেও দূরে থাকা
বৈধ নয়। ওমর (রাঃ) নিজ কন্যা হাফছাকে এ
বিষয়ে জিজ্ঞেস করে সে সময়ে
মুজাহিদদের জন্য সর্বোচ্চ ছয় মাস বাইরে
থাকার ব্যাপারে সময় নির্ধারণ
করেছিলেন (মুছান্নাফ আব্দুর রাযযাক
হা/১২৫৯৪)। স্ত্রী থেকে সর্বোচ্চ কতদিন দুরে থাকা
যাবে: যারা নিজেদের স্ত্রীদের নিকট
গমন
করবেনা বলে কসম খেয়ে বসে তাদের জন্য
চার মাসের অবকাশ রয়েছে অতঃপর যদি
পারস্পরিক মিল-মিশ করে নেয়।

আরো নতুন আফার পেতে চোখ রাঙ্গানো অসাধারন AmarRound.Com সাইটি ঘুরে আসেন ভাই।

Exit mobile version