Site icon Trickbd.com

গলায় মাছের কাঁটা আটকে গেলে নামানোর ৭ উপায়

Unnamed

মাছ প্রায় সকলেরই পছন্দের খাবার। মাছে ভাতে বাঙালি বলে কথা। তবে পছন্দের এই খাবারটিই অনেক সময় ভোগান্তির কারণ হয়ে দাড়ায়! কীভাবে? খেতে গিয়ে গলায় মাছের কাঁটা আটকে গেলে। খাওয়ার সময় অসাবধানতা বশত মাছের কাঁটা গলায় আটকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে সেই অভিজ্ঞতা খুবই কষ্টদায়ক। তাই মাছের কাঁটা গলায় বিঁধলে খুব সহজেই তা নামানোর কিছু ঘরোয়া পদ্ধতি জেনে রাখুন।

আমার এই ছোট টিউনটি পড়ার জন্য নটপড়রজনয ভালো আপনাকে ধন্যবাদ। থাকবেন সুস্থ থাকবেন আর এমন ধরনের টিপস নিয়‌মিত পে‌তে ভি‌জিট কর‌বেন
Rcodec.tk