Site icon Trickbd.com

নিমিষেই তীব্র মাথা ব্যাথা সারিয়ে তুলতে কিছু টিপস !

Unnamed

মাথা ব্যথা খুব পরিচিত একটি
সমস্যা। যেকোন বয়সের মানুষেরাই
মাথা ব্যথায় আক্রান্ত হতে পারেন।
মাথা ব্যথা হলে বিশেষ করে বমি
বমি ভাব থেকে এবং এক পর্যায়ে
বমি হয়। মাথা ব্যথা হওয়ার পরিচিত
কারণগুলো হল- মানসিক চাপ,
দুশ্চিন্তা, ক্লান্ত দেহ, সাইনাস
সমস্যা, মাইগ্রেন, পানিশুন্যতা, কম ঘুম
হওয়া ইত্যাদি। অনেকেরই মাথা
ব্যথা হলে ঔষধ খেয়ে থাকেন ব্যথা
কমানোর জন্য। কিন্তু এই মাথা ব্যথা
আপনি চাইলে ওষুধ ছাড়াই সারিয়ে
তুলতে পারেন। চলুন তাহলে জেনে
নিই কিছু উপায়।

পানি

আপনার মাথা ব্যথা যদি হয়ে থাকে
পানিশূন্যতার জন্য তাহলে সহজেই
আপনি মাথা ব্যথা সারিয়ে তুলতে

পারবেন।
১। একগ্লাস পানি পান করে নিন যখন
আপনার মাথা ব্যথা সাধারণ
পর্যায়ে থাকবে। এরপর ধীরে ধীরে
অল্প করে পানি পান করুন।
২। যখন আপনার মাথা ব্যথা করবে তখন
যেকোন কোমল পানীয় খাওয়া
থেকে বিরত থাকুন।

লেবু

মাথা ব্যথার জন্য লেবু খুব উপকারী
এবং লেবু দেহের এসিড-এলকালাইন
(acid-alkaline ) এর মাত্রা ঠিক রাখে।
১। মাথা ব্যথার সময় কুসুম গরম
পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে
নিন। পেটে গ্যাসের সমস্যা হলেও
অনেক সময় মাথা ব্যথা করে থাকে।
২। লেবুর খোসা গ্রেট করে পেস্ট
বানিয়ে নিন ও ব্যথার আক্রান্ত
স্থানে দিন দেখবেন কিছুক্ষণ পরেই
ব্যথা কমে যাবে।

পুদিনা পাতা

মাথা ব্যথা হলে পুদিনা পাতা
ব্যবহার করেই দেখুন খুব দ্রুত মাথা
ব্যথা কমে যাবে।

১। পুদিনা পাতা দিয়ে চা তৈরি
করুন। পানি বয়েল হয়ে গেলে
নামিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।
তারপর মধু মিশিয়ে খেয়ে নিন।
২। মাথা ব্যথা সারাতে আপনি
পুদিনার পাতার তেল ব্যবহার করতে
পারেন। ঘাড়ে, মাথায় ম্যাসাজ করুন
ব্যথা কমে যাবে।
৩। মাথা ব্যথার সময় যে বমি বমি
ভাব বা বমি হয় তখন পুদিনা পাতা
খেতে পারেন।

স্বল্পমূল্য নিজের নামে ওয়েবসাইট তৈরি করে প্রতিদিন ১০০-৫০০ টাকা ইনকাম করতে এখানে আসুন

Exit mobile version