Site icon Trickbd.com

২৩ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ!

Unnamed


দেশটির আইবেরিয়ান উপদ্বীপে ডাইনোসরের পায়ের ছাপ আবিস্কৃত হয়েছে বলে তারা দাবি করছে। যেখানে প্রাচীন ডাইনোসর ও কুমির হাঁটাহাটি ও চলাফেরা করেছে।
সোমবার (০২ এপ্রিল) স্পেনের প্রত্নতত্ত্ব ও জীবাশ্ম বিভাগ এক গবেষণায় এ তথ্য জানিয়েছে। এ নিয়ে আরও গবেষণা হতে পারে বলেও তারা জানায়।
এক বিবৃতিতে বলা হয়, ‘ডাইনোসরের পায়ের ছাপ ও ত্বক অপরিবর্তিত অবস্থায় পাওয়া গেছে। সংরক্ষণের এই অবস্থা ব্যতিক্রমী মনে হয়েছে।’
এর মাধ্যমে বিলুপ্ত প্রাণী ডাইনোসর সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে। যা বিশ্ববাসীর ডাইনোসর সম্পর্কে কৌতূহল মেটাতে আরও বেশি ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিত্য নতুন টিপস পেতে নিয়মিত TuneBD24.Com ভিজিট করবেন