Site icon Trickbd.com

মুখে দুর্গন্ধ দূর করুন মাত্র ৭টি উপায়ে

Unnamed

মুখে দুর্গন্ধ দূর করুন মাত্র
৭টি উপায়ে

১. বাজারে অনেক ধরনের মাউথ
ওয়াশ পাওয়া যায়। তবে
অ্যালকোহলযুক্ত মাউথওয়াশ ব্যবহার
করা উচিত নয়। এটা মুখগহ্বরকে শুষ্ক
করে তোলে এবং এতে
ব্যাকটেরিয়া বেশি জন্মায়। বরং
প্রাকৃতিক মাউথওয়াশ হালকা গরম
লবণ মেশানো পানি দিয়ে
কুলিকুচি করতে পারেন।

২. সজীব নিশ্বাসের জন্য দাঁত ব্রাশ
করার সময় টুথব্রাশে যোগ করা
যেতে পারে কয়েক ফোঁটা চা

পাতার তেল অথবা পুদিনার তেল।

৩. যাঁরা মুখের দুর্গন্ধে ভুগছেন,
প্রতিবার খাওয়ার পর
ভালোভাবে কুলকুচি করুন।
তাহলে মুখের ভেতরে জমে
থাকা খাবারের কণাগুলো
বেরিয়ে যাবে।

৪. বেশির ভাগ মানুষ শুধু তাঁদের
দাঁত পরিষ্কার করেন, কিন্তু জিব
পরিষ্কার করেন না। কিন্তু সেটাও
জরুরি

৫. যাঁদের মুখগহ্বর বেশি শুষ্ক, তাঁরা
মুখের দুর্গন্ধের সমস্যায় বেশি
ভোগেন। এ ক্ষেত্রে অল্প অল্প করে
বারবার প্রচুর পানি পান করতে
হবে।

৬. ক্যাফেইন এবং অ্যালকোহলও
মুখের শুষ্কতার জন্য দায়ী।

৭. নিকোটিন হচ্ছে সবচেয়ে বড়

শত্রু। এটি দাঁত ও জিহ্বাতে জমে
যায়। ধূমপান মুখের ভেতরটাকে
বেশি শুষ্ক করে তোলে। এতে
পর্যাপ্ত পরিমাণে লালাও তৈরি
হতে পারে না।



ভাইয়া দয়া করে গরীব এর সাইট থেকে একটু ঘুরে আসবেন প্লিজ >> PostMaza.Com<<

Exit mobile version