Site icon Trickbd.com

[লাইফ স্টাইল] জেনে নিন, কোন চেহারায় কেমন জিনস পরবেন?

Unnamed

জিনস, ডেনিম বা ট্রাউজার- সব মহিলাদেরই মাস্ট। সব চেহারার মহিলারাই এ পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করে।

পোশাক প্রস্তুতকর্তারাও জিনস তৈরি করের সব চেহারার ধরন মাথায় রেখেই। জেনে নিন, কোন চেহারার জন্য কেমন জিনস বা ট্রাউজার পারফেক্ট।
আওয়ার গ্লাস : এ ধরনের চেহারায় দারুণ কার্ভ থাকে। মিড রাইজ (কোমরের মাঝামাঝি পর্যন্ত)
ওয়াই়ড লেগ ট্রাউজারে রোগা যেমন লাগবে, তেমনই কার্ভও সুন্দর বোঝা যাবে।
পিয়ার শেপড : (নাসপতির মতো গঠন) এ চেহারায় নিতম্বে কার্ভ থাকেয় লো রাইজ ফ্লেয়ার বা ট্রাউজার স্টাইল জিনস এ চেহারার জন্য আদর্শ। এতে পুরো চেহারায় ব্যালান্স আসে, রোগা দেখায়।
প্লাস সাইজ : (মোটা) এ চেহারায় অবশ্য গাঢ় রঙের স্ট্রেট ফিট জিনস বা ট্রাউজার বেছে নিন।
লম্বা : লিন স্ট্রেট লেগড জিনস হোক বা ৭০-এর রেট্রো ফ্লেয়ার ট্রাউজার। এ চেহারায় মানিয়ে যায় সবকিছু।
অ্যাথলিট : এ চেহারায় কার্ভ কম থাকে। মিড রাইজ সামান্য বুট কাট জিনস চেহারায় কার্ভ আনতে পারে।
রোগা : এ ধরনের চেহারা দেখতে ছোটখাট লাগে। স্লিম কাট, বুট কাট বা ক্রপড জিনস পরতে পারেন এরা।
plz visit my Trickrun.com website