Site icon Trickbd.com

গরমে চুল সুন্দর রাখতে আমাদের যা করতে হবে!

Unnamed

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে
আবহাওয়ারও পরিবর্তন হয় আমাদের
দেশে। এই পরিবর্তনের ছোঁয়া লাগে
আমাদের মনে, দেহে, চুলে সব
জায়গাতেই।
এখন গ্রীষ্মকাল আর এরই মধ্যে গরমে
নাভিশ্বাস উঠতে শুরু হয়েছে। গরমে
বাইরে রোদে ধুলোময়লা, রোদের
তাপ, বেশিক্ষণ এয়ারকন্ডিশনে থাকা,
এ রকম নানা কারণে আমাদের চুল
সৌন্দর্য ও কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে
যায়।
আমাদের সৌন্দর্য এবং ব্যক্তিত্বে
অনেক বড় একটা অংশ চুল। গরমে চুল সুন্দর
রাখতে আমাদের যা করতে হবে:
সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করতে হবে
রাতে ভাল করে তেল ম্যাসাজ করুন
গরমে চুলের ডগা ফেটে যাওয়া,
রোদে পোড়ার হাত থেকে রেহাই
পেতে হলে গরমের শুরুতেই চুল ট্রিম
করিয়ে নিন চুল ছোট না করতে চাইলে

টুপি ব্যবহার করতে পারে, স্কার্ফ বা
ক্লিপ দিয়ে চুল বেধেও রাখতে
পারেন
তবে বেশি টাইট করে চুল বাধবেন না
খেয়াল রাখবেন চুলের মধ্যে যেন
হাওয়া চলাচল করতে পারে।
ধুলো-ময়লা, বৃষ্টির পানিতে ভিজে
অনেক সময় চুল নিস্তেজ হয়ে যায়।
অলিভ অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর
অয়েলের সঙ্গে মেথি পেস্ট
মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ
করুন। চুল ঘন ও উজ্জ্বল থাকবে।
দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে
দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
দু`ভাগ অলিভ অয়েল, একভাগ মধু
মিশিয়ে পুরো চুলে লাগান। ১৫
মিনিট পর হালকা গরম পানিতে চুল
শ্যাম্পু করে নিন। এভাবে অলিভ
অয়েলের সঙ্গে কলা চটকেও চুলে
দিতে পারেন।
চুলে শ্যাম্পু করার পর অবশ্যই ভালো
কোম্পানির কন্ডিশনার লাগান।
চুলের জন্যে জোজোবা অয়েল খুব
উপকারী। নিয়মিত চুলের ডগায়
জোজোবা অয়েল লাগালে চুল নরম হয়।
বড় কসমেটিক স্টোরে জোজোবা
ওয়েল পাওয়া যায়।
বাইরে বেরোনোর সময় চুল বেঁধে
রাখুন। বাইরের রোদ ময়লা থেকে
অনেক খানি রক্ষা পাবেন।
গরমে তাপমাত্রা বাড়লে মাথার
তালুও ঘামতে শরু করে। দিনের শেষে
বাড়ি ফিরে চুল ভাল করে শুকিয়ে
নিন। তারপর বড় দাতের চিরুনি দিয়ে
চুল আঁচড়ে শুকিয়ে নিন।
প্রতিকদিন কিছুটা সময় চুলের যত্ন নিন।
এভাবে নিয়মিত চুলের যত্ন নিলে
দেখবেন গরমেও আপনার চুল থাকবে
প্রাণবন্ত ঝলমলে।

এরকম আরো টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন

Exit mobile version