Site icon Trickbd.com

জেনে নিন জনপ্রিয় কন্ঠ শিল্পি সুপার ষ্টার অাসিফ সম্পর্কে কিছু অজানা অবাক করা তথ্য না পড়লে চরম লস্।

Unnamed

এক নজরে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী- ”আসিফ আকবর”
–আসিফ আকবর (মিঠু)–
–>জন্ম – ২৫শে মার্চ, ১৯৭২
–>বাবা – মরহুম অ্যাডভোকেট আলী আকবর
–>মা – মরহুমা রোকেয়া আকবর
–>স্কুল – আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা গুলবাগিচা সরকারী প্রাথমিক বিদ্যালয় , কুমিল্লা
–>শিক্ষাগত যোগ্যতা – এস.এস.সি -১৯৮৯, কুমিল্লা জিলা স্কুল,
এইচ.এস.সি -১৯৯১, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বি এস এস – অনার্স (৯৪-৯৫) এম এস এস – রাজনীতি বিজ্ঞান (৯৫-৯৬)
–>ভাই-বোন – পাঁচ ভাই, দুই বোন (অবস্থান – ষষ্ঠ)
–>স্ত্রী – সালমা আসিফ (মিতু)
–>সন্তান – দুই ছেলে (রণ ও রুদ্র)
–>প্রথম গান – আমারই ভাগ্যে তোমারই নাম ( ছায়াছবি – রাজা নাম্বার ওয়ান, ১৯৯৮)

–>প্রথম এ্যালবাম – ও প্রিয়া তুমি কোথায় (২০০১)
–>শখ – ক্রিকেট দেখা , আড্ডা দেয়া, ঘুরে বেড়ানো
–>খাবার – গরুর মাংস, আটার রুটি, লইট্টা শুটকি
–>ড্রেস – জিন্স, টি-শার্ট
–>রং – নীল, কালো
–>ভ্রমণের জায়গা – কক্সবাজার, রাঙ্গামাটি, নিউইয়র্ক (কুমিল্লার পরে)
–>প্রিয় ব্যান্ড – উইনিং, রেনেসা, নগর বাউল
–>প্রিয় গায়ক – সৈয়দ আব্দুল হাদী, কিশোর কুমার
–>প্রিয় গায়িকা – সামিনা চৌধুরী, শাহনাজ রহমতউল্লাহ
–>প্রিয় নায়ক – রাজ্জাক, নানা পটেকার, শাহরুখ খান, অমিতাভ বচ্চন
–>প্রিয় নায়িকা – ববিতা, জিনাত আমান, শাবনুর, প্রিয়াঙ্কা চোপড়া
–>প্রিয় ব্যক্তিত্ব – কর্নেল আমিন আকবর

দু:খজনক !!!
আসিফ আকবর’কে বাংলাদেশ টেলিভিশনে নিষিদ্ধ করা হয়েছে এমন খবর প্রচার হলে প্রথমে তিনি না বুঝতে পারলেও পরে এর সত্যতা মিলেছে।

ক্রিকেট খেলা নিয়ে আসিফের গাওয়া ”সাবাস বাংলাদেশ” গানটি সরকার বদলের সাথে সাথেই টিভিতে প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আসিফ খুব মর্মাহত হয়েছেন। এই গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। শিশু-কিশোর ও তরুণসহ সবার মুখে মুখে শোনা যেত।

আসিফ নিজেও একজন ক্রিকেট খেলোয়ার তবে বিএনপির দলীয় রাজনীতির সাথে আসিফের সম্পৃক্ততার কারণেই তাকে নিষিদ্ধ করা হয়েছে। শুধু তার গাওয়া থ্রিলার সংঙ্সই নয়, টিভির কোন সংগীতানুষ্ঠানেই তার ডাক আসেনা।

নিষিদ্ধ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- ব্যাক্তি আসিফ নির্দিষ্ট দলের হলেও শিল্পী আসিফ সকলের। এখানে বিভাজন করাটা সত্যিই দু:খজনক। আমি বিশ্বাস করি-সরকারের বিমাতাসুলভ আচরণের সুপরিবর্তন ঘটবে।

[অন্তত আরো ৫০ বছর অমর হয়ে থাকবে, এমন কিছু কাজ শ্রোতাদের উপহার দিতে চান]
সর্বশেষ উক্তি : ব্যাক্তি আসিফ নির্দিষ্ট দলের হলেও শিল্পী আসিফ সকলের।সবাই ভালো থাকুন
সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন সবসময়।
অপসংস্কৃতি থেকে দূরে থাকুন, বেশি বেশি বাংলা গান শুনুন।

Exit mobile version